R Praggnanandhaa

আবার চমক প্রজ্ঞানন্দের, বিশ্বসেরা কার্লসেনের পর এ বার দু’নম্বরকেও হারালেন ভারতীয় দাবাড়ু

কয়েক দিন আগে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এ বার বিশ্বের দু’নম্বর ফাবিয়ানো কারুয়ানাকেও হারালেন ভারতীয় দাবাড়ু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৮:৪৮
Share:

রমেশবাবু প্রজ্ঞানন্দ। —ফাইল চিত্র।

নরওয়ে দাবা প্রতিযোগিতায় একের পর এক চমক দিচ্ছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। কয়েক দিন আগে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন তিনি। এ বার বিশ্বের দু’নম্বর ফাবিয়ানো কারুয়ানাকেও হারালেন ভারতীয় দাবাড়ু।

Advertisement

পঞ্চম রাউন্ডের ম্যাচে কারুয়ানাকে হারান প্রজ্ঞা। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন তিনি। কাটালান চালে শুরু করেন খেলা। প্রথম থেকেই কারুয়ানার উপর চাপ দিচ্ছিলেন তিনি। একটা সময় দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। কিন্তু ৬৬তম চালে ভুল করে বসেন কারুয়ানা। তার খেসারত দিতে হয় তাঁকে। ৭৭ চালের পরে খেলা জিতে যান প্রজ্ঞানন্দ।

তৃতীয় রাউন্ডের ম্যাচে কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু চতুর্থ রাউন্ডের ম্যাচে আমেরিকার হিকারু নাকামুরার কাছে হেরে যান তিনি। ফলে পিছিয়ে পড়েন ভারতীয় দাবাড়ু। পঞ্চম রাউন্ডে জিতে আবার লড়াইয়ে ফিরে এলেন তিনি।

Advertisement

নরওয়ে দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডের পরে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে নাকামুরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রজ্ঞানন্দ। চার নম্বরে রয়েছেন ফ্রান্সের আলিরেজ়া ফিরৌজ়া। পাঁচ নম্বরে কারুয়ানা। সবার শেষ রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেন। তাঁর পয়েন্ট ২.৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement