নায়ক সুনীল। ছবি টুইটার
প্রথম ম্যাচে আটকে গেলেও নেপালকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিল ভারত। রবিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সুনীল ছেত্রীরা জিতলেন ২-১ ব্যবধানে। গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক সুনীলই। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই জয় উদ্বুদ্ধ করল ভারতীয় দলকে।
মাঠের অবস্থা রবিবারও খুব একটা ভাল ছিল না। প্রথমার্ধে সুনীলরা বারবার আক্রমণ করলেও গোল করতে পারেননি। অন্তত তিন বার নেপাল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ২৪ মিনিটে ভারতের সামনে সুযোগ এসে গেলেও তারা কাজে লাগাতে পারেনি। পরে অনিরুদ্ধ থাপা আর একটি সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধে বিপিন সিংহের বদলে ফারুখ চৌধুরিকে নামান ভারতের কোচ ইগর স্তিম্যাচ। সেই ফারুখই এগিয়ে দেন ভারতকে। বাঁ দিক থেকে ক্রস আসে সুনীলের কাছে। তিনি ফাঁকায় দাঁড়িয়ে থাকা ফারুখকে বল ঠেলে দেন। গোল করতে ভুল করেননি ফারুখ। ৮০ মিনিটে ভারতের দ্বিতীয় গোল সুনীলের। নেপাল ফ্রি-কিক পেয়েছিল। ভারতের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার পর তা পান অনিরুদ্ধ। তিনি সুনীলকে বল বাড়ান। গোলকিপারকে একা পেয়েছিলেন সুনীল। কাটিয়ে অনায়াসে গোল করেন।
এর সাত মিনিট পরেই অবশ্য এক গোল শোধ করে নেপাল। ৩০ গজ থেকে দূরপাল্লার শটে তেজ তামাং গোল করেন।