Indian Football Team

Indian football: যত কান্ড কাঠমান্ডুতে, নেপালে গিয়ে বেজায় সমস্যায় সুনীল ছেত্রীর ভারত

খানাখন্দে ভরা মাঠ। অনুশীলনে নামার অযোগ্য পিচ। রবিবার নেপালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে বিরাট সমস্যায় ভারতের ফুটবল দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০
Share:

প্রস্তুতি পেলেন না সুনীলরা। ফাইল ছবি

খানাখন্দে ভরা মাঠ। অনুশীলনে নামার অযোগ্য পিচ। রবিবার নেপালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে বিরাট সমস্যায় ভারতের ফুটবল দল। কাঠমান্ডুতে দ্বিতীয় ম্যাচের আগে সঠিক প্রস্তুতিই পেল না তারা।

Advertisement

প্রথম ম্যাচ খেলার পর থেকে অনুশীলনই করতে পারেননি সুনীল ছেত্রীরা। শুক্রবার সকালে বৃষ্টি হওয়ায় বিকেলের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। শনিবার সামান্য স্ট্রেচিং করে উঠে যান গুরপ্রীত সিংহ সান্ধু, অনিরুদ্ধ থাপারা।

উপর থেকে মাঠের অবস্থা ঠিক লাগলেও, নামলেই জলে গোড়ালি পর্যন্ত ডুবে যাচ্ছে ফুটবলারদের। ফলে অনুশীলন করতে গিয়ে চোটের সম্ভাবনা থাকছে। মাঠ থেকে ইটের টুকরোও পাওয়া গিয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে দলের তরফে।

Advertisement

যেখানে খেলা হবে, সেই দশরথ স্টেডিয়ামের অবস্থাও তথৈবচ। প্রথম ম্যাচেই দেখা গিয়েছিল যে মাঠে বল গড়াচ্ছে না। পাসিং ফুটবল খেলতে গিয়ে বেজায় সমস্যায় পড়তে হয় ফুটবলারদের। সেই মাঠের অবস্থা খারাপ থাকায় সেখানে অনুশীলন করতে দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement