Ramiz Raja

India-Pakistan Cricket: পাকিস্তানের উপর ভর করেই নাকি ভারতীয় ক্রিকেটের উন্নতি হয়েছে, বলছেন রামিজ

পাকিস্তান দলের যত ভাল পরিকল্পনা রয়েছে, সেগুলি পরের দিকে ভারতীয় দলে দেখা গিয়েছে। সেগুলি ভারত নিয়েছে, মনে করছেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:১২
Share:

পাকিস্তান দলের যত ভাল পরিকল্পনা রয়েছে, সেগুলি পরের দিকে ভারতীয় দলে দেখা গিয়েছে।

ভারতীয় ক্রিকেট যে প্রভূত উন্নতি করেছে, তার পিছনে আসল কারণ নাকি পাকিস্তান। রবি শাস্ত্রী নাকি পাকিস্তানের পরিকল্পনাগুলো কাজে লাগিয়েই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এমন মন্তব্য করেছেন রামিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান এবং প্রাক্তন অধিনায়ক রামিজ বলেন, যেহেতু বিরাট কোহলীদের দলে কোচ হিসেবে রবি শাস্ত্রী রয়েছেন, তিনিই পাকিস্তানের ভাল ভাল পরিকল্পনাগুলো ভারতীয় দলে কাজে লাগাচ্ছেন। রামিজ বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেট দলের যত ভাল ভাল পরিকল্পনা রয়েছে, সেগুলো পরের দিকে ভারতীয় দলে দেখা গিয়েছে। সেগুলো ভারত নিয়েছে। যেহেতু রবি শাস্ত্রী এখন ভারতীয় দলের কোচ, এটা হতোই। কারণ শাস্ত্রী বরাবরই পাকিস্তান ক্রিকেটের ভক্ত।’’

Advertisement

আরও স্পষ্ট করে রামিজ বলেন, তাঁদের সময়ের পরিকল্পনাগুলোই কাজে লাগাচ্ছে ভারত। বলেন, ‘‘আমাদের দলটা খুব পরিশ্রমী ছিল। যাদের কম প্রতিভা ছিল, তারাও যাতে ১০০ শতাংশ দেয়, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সহজে হাল ছেড়ে দিতাম না। ভারতও সেই রাস্তায় হেঁটেছে। প্রচুর পরিশ্রম করেছে, ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান তাৎপর্যপূর্ণ ভাবে উন্নত হয়েছে।’’

তাঁরা যে পিছিয়ে পড়েছেন, সেটাও স্বীকার করে নেন রামিজ। বলেন, ‘‘ভারতের জায়গায় পৌঁছতে গেলে আমাদের আগামী তিন-চার বছরে অনেক কিছু করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement