IPL 2021

IPL 2021: মুম্বই ইন্ডিয়ান্সকে বৃহস্পতিবার হারালেই চারে উঠে আসবে কলকাতা নাইট রাইডার্স

এখন আইপিএল পয়েন্ট তালিকায় কেকেআর ছয় নম্বরে রয়েছে। আট ম্যাচে তাদের পয়েন্ট ছয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৮
Share:

—ফাইল চিত্র

আইপিএল-এর দ্বিতীয় পর্বে দুরন্ত ছন্দে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেই চতুর্থ স্থানে উঠে আসবে কলকাতা।

এখন আইপিএল পয়েন্ট তালিকায় কেকেআর ছয় নম্বরে রয়েছে। আট ম্যাচে তাদের পয়েন্ট ছয়। পঞ্জাব কিংসও ছয় পয়েন্টে রয়েছে। তারা একটি ম্যাচ বেশি খেলেছে। নেট রান রেটে কলকাতা অনেকটাই এগিয়ে। তাদের নেট রান রেট +০.১১০, পঞ্জাবের ক্ষেত্রে এই সংখ্যাটা -০.৩৪৫। লিগ তালিকায় সবার শেষে রয়েছে সারাইজার্স হায়দরাবাদ। আট ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রান রেট -০.৬৮৯।

Advertisement

কলকাতার আগে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দুই দলেরই আট ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে মুম্বই (-০.০৭১)। রাজস্থানের নেট রান রেট -০.১৫৪।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

প্রথম তিনটি স্থানে আছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি। তাদের নেট রান রেট ০.৬১৩। দ্বিতীয় স্থানে চেন্নাই। তাদের আট ম্যাচে ১২ পয়েন্ট। এই মুহূর্তে চেন্নাইয়ের নেট রান রেট, ১.২২৩ সবথেকে ভাল। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরু। তাদের নেট রান রেট -০.৭০৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement