—ফাইল চিত্র
টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ায় ঘুরিয়ে আইপিএল বাতিল করার দাবি তুললেন মাইকেল ভন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক হাত নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে নটরাজন করোনা আক্রান্ত বলে জানা যায়। তাঁর সংস্পর্শে আসা ছ’জনকে নিভৃতবাসে পাঠানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বিজয় শঙ্করও। সেই খবর সামনে আসতেই ভন টুইট করে লেখেন, ‘দেখা যাক আইপিএল বাতিল হয় কি না শেষ টেস্টের মতো। আমার বিশ্বাস হবে না।’
ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্ট খেলেনি ভারত। সেই ঘটনার উল্লেখ করেই এমন টুইট ভনের। সেখানেই থেমে থাকেননি তিনি। ইনস্টাগ্রামে ভন লেখেন, ‘যেখানে প্রচুর টাকার ব্যাপার থাকে সেখানে খেলা থামে না।’
পঞ্চম টেস্ট না খেলায় ভারতের উপর যে চোটে রয়েছে ইংল্যান্ড, তা স্পষ্ট ভনের কথায়। সেই টেস্ট কবে খেলা হবে তা এখনও জানায়নি দুই বোর্ড।