PV Sindhu

মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে পিভি সিন্ধু, ১৩ মাস পর ফাইনালে উঠলেন ভারতীয় তারকা

সাত মাস পর কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। শনিবার থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে ১৩-২১, ২১-১৬, ২১-১২ গেমে জিতলেন সিন্ধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১৫:০৪
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু ফর্মে ফিরলেন। ১৩ মাস পর কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। মালয়েশিয়া ওপেনে শনিবার থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে ১৩-২১, ২১-১৬, ২১-১২ গেমে জিতলেন সিন্ধু।

Advertisement

সিন্ধু শেষ বার স্পেন মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন। সেটাও গত বছর। তার পর থেকে কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেননি সিন্ধু। অবশেষে সেই খরা কাটল। অলিম্পিক্সের আগে সিন্ধুর ফর্মে ফেরা কিছুটা স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের।

গত দু’বছরে কোনও ট্রফি জিততে পারেননি সিন্ধু। তিনিই শনিবার সেমিফাইনাল জিততে সময় নিলেন ৮০ মিনিট। প্রথম গেমটি হেরে গেলেও ম্যাচে ফিরে আসেন। পরের দু’টি গেম জিতে নেন তিনি। জিতে নেন ম্যাচও।

Advertisement

২০২২ সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন সিন্ধু। সেটাই তাঁর শেষ ট্রফি জয়। মাদ্রিদে স্পেন মাস্টার্সে ফাইনালে উঠলেও জিততে পারেননি। ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। বুসানানের বিরুদ্ধে এর আগে ১৮ বার জিতেছিলেন সিন্ধু। ২০১৯ সালে হংকং ওপেনে এক বার হেরেছিলেন তাঁর কাছে।

ফাইনালে ওয়াং ঝি-র বিরুদ্ধে খেলতে হবে সিন্ধুকে। চিনের ওই প্রতিযোগী বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছেন। সিন্ধু ১৫ নম্বরে। মালয়েশিয়া ওপেনের ফাইনালে এই দুই প্রতিযোগীর লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement