ইয়ান চ্যাপেল।—ছবি সংগৃহীত।
কোভিড ১৯ অতিমারির জেরে আইপিএল পিছিয়ে এ বার হচ্ছে সেপ্টেম্বরে। শেষ হবে ১০ নভেম্বর। তার পরেই শুরু হতে চলেছে বহু আলোচিত ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, টেস্ট দ্বৈরথের প্রস্তুতির জন্য আইপিএলকে মঞ্চ হিসেবে ব্যবহার করতেই পারেন ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
একটি ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘‘ডিসেম্বরের টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেটাররা এবং কয়েক জন অস্ট্রেলীয় ক্রিকেটারও আইপিএলে খেলে নিজেদের তৈরি করে নিতে পারবে। আর আইপিএলের লড়াইটা কিন্তু বেশ কঠিন।’’
আইপিএলের ২০ ওভারের ক্রিকেট খেলে টেস্টের জন্য কী ভাবে তৈরি হওয়া যাবে, এই প্রশ্ন অনেকের মনে উঠতে পারে। এ ক্ষেত্রে চ্যাপেল একটা উদাহরণ দিতে চান। ২০০৯ সালে রবি বোপারার। চ্যাপেল লিখেছেন, ‘‘ওই বছরে আইপিএল খেলে ইংল্যান্ডে ফেরার পরে বোপারাকে প্রশ্ন করা হয়, টি-টোয়েন্টি খেলে কি টেস্ট ক্রিকেটের উপযুক্ত প্রস্তুতি নেওয়া গেল? বোপারা বলেছিল, প্রতিটা বলে রান করার লক্ষ্য নিয়ে খেলতে নামলে পা এমনিতেই খুব ভাল নড়াচড়া করে।’’ চ্যাপেল মনে করিয়ে দিতে চান, এর পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো সেঞ্চুরি করেছিলেন বোপারা। কোভিড ১৯ অতিমারির মধ্যে বিদেশে গিয়ে খেলাটা যে আরও কঠিন হয়ে উঠেছে, তা মনে করিয়ে দিচ্ছেন চ্যাপেল। তিনি বলেছেন, ‘‘বিশেষ করে যে একা, একা প্রস্তুতি নেবে, তার উপরে মানসিক চাপ খুব বেশি থাকবে।’’