Sanju Samson

India vs Sri Lanka: একই ম্যাচে পাঁচ ক্রিকেটারের অভিষেক, ৪১ বছর পর ভারতীয় ক্রিকেটে

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে গিয়েছে ভারত। শুক্রবার টসে জেতেন শিখর ধবন। জিতেই তিনি পরিচিত ভঙ্গিমায় ঊরুতে চাপড় দিয়ে উচ্ছ্বাস করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৬:১৮
Share:

অভিষেক হওয়া পাঁচ ক্রিকেটার। ছবি টুইটার

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একসঙ্গে অভিষেক হল পাঁচ ভারতীয় ক্রিকেটারের। সাধারণত ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখাই যায় না। ভারতের ক্ষেত্রে শেষ বার এই ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে।

Advertisement

ডিসেম্বর মাসের সেই ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। দিলীপ দোশী, কীর্তি আজাদ, রজার বিনি, সন্দীপ পাটিল এবং তিরুমালাই শ্রীনিবাসনের অভিষেক হয় সেই ম্যাচে।

এই ম্যাচে একসঙ্গে অভিষেক হয়েছে সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতমের। বিশ্রাম দেওয়া হয়েছে ঈশান কিশন, ক্রুণাল পাণ্ড্য, দীপক চাহার, যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদবকে।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে গিয়েছে ভারত। শুক্রবার টসে জেতেন শিখর ধবন। জিতেই তিনি পরিচিত ভঙ্গিমায় ঊরুতে চাপড় দিয়ে উচ্ছ্বাস করেন।

পরে বলেন, “প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে চাই। দলে ছ’টা পরিবর্তন হয়েছে। এর মধ্যে পাঁচজনের অভিষেক হয়েছে। প্রত্যেকে দুরন্ত ছন্দে রয়েছে। সিরিজ ভাল ভাবে শেষ করতে চাই। দলে তরুণদের আধিক্য। প্রত্যেকেই নিজের সেরা দিতে মুখিয়ে রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement