India

India vs England 2021: করোনা সারিয়ে দলে পন্থ, রবি শাস্ত্রীর ভালবাসায় নিজেকে ‘বাজিগর’ মনে করছেন

গত ৮ জুলাই ঋষভ পন্থ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পর লন্ডনে এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে ছিলেন পন্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৫:২৪
Share:

প্রিয় পন্থকে নিয়ে এক ফ্রেমে রবি শাস্ত্রী। ছবি - টুইটার

করোনার বিরুদ্ধে জিতে ডারহামে থাকা দলে ভারতীয় দলে যোগ দিলেন ঋষভ পন্থ। এই তরুণ উইকেটরক্ষককে দেখা মাত্রই জড়িয়ে ধরেন মুখ্য প্রশিক্ষক রবি শাস্ত্রী। প্রশিক্ষকের কাছ থেকে এমন ভালবাসা পেয়ে নিজেকে ‘বাজিগর’ মনে করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

Advertisement

বেশ কয়েক দিন পর দলে ফিরে নিজের আবেগ সামলে রাখতে পারেননি পন্থ। তিনটি ছবি টুইটারে পোস্ট করেন। লেখেন, ‘হারের পর জয় আসে, আর সেই জয় যে পায়, তাকেই বাজিগর বলে। ফিরে এসে দারুণ অনুভব করছি। স্বাগত জানানোর জন্য রবি শাস্ত্রীকে ধন্যবাদ।’

Advertisement

গলায় ফুলের মালা। ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ঋষভ। ছবি - টুইটার

পন্থকে যে সুস্থ হয়ে দ্রুত দলে যোগ দেবেন, সেই জল্পনা আগেই ছিল। সেই জল্পনাকেই সত্যি করে নিজের ১০ দিনের নিভৃতবাস শেষ করে দলে যোগ দিলেন তিনি।

গত ৮ জুলাই ঋষভ পন্থ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পর লন্ডনে এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে ছিলেন পন্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement