এজেস বোলের উইকেট টুইটার
টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই সামনে এল সাদাম্পটনের বাইশ গজের চিত্র। সবুজ ঘাসের আস্তরণে আলাদা করে বাইশ গজকে চিনে নেওয়াই মুশকিল। তবে খেলা শুরুর আগে ঘাস কিছুটা ছেঁটে ফেলা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পিচ কেমন হবে, তা নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। নেট মাধ্যমে সেই ছবি ভাইরাল হতে তাই সময় লাগেনি।
এর মধ্যে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আকাশে মেঘ আর সবুজ পিচ ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন বা ভারতের মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের নিশ্চয়ই খুশি করবে। ইংল্যান্ডের অন্যান্য মাঠের তুলনায় এজেস বোলে সুইংও বেশি হয়। ফলে ব্যাটসম্যানদের বোল্ড বা এলবিডাব্লিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২০১৬ সালের পর থেকে পেসারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই মাঠ।