ICC World Test Championship

WTC Final 2021: আগেই দল ঘোষণা করে দেওয়া হলেও কোহলীর কোনও আক্ষেপ নেই

শুক্রবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। ভারত তার আগের দিন বৃহস্পতিবার প্রথম দল ঘোষণা করে দেয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ০০:৫০
Share:

ছবি পিটিআই।

নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারার পর স্বাভাবিক ভাবেই বিরাট কোহলীর কাছে প্রশ্ন ছিল, একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দেওয়া এবং তারপর বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হলেও তা না বদলানো ঠিক সিদ্ধান্ত ছিল কি না। ভারত অধিনায়ক জানিয়ে দেন, এর জন্য তাঁর কোনও আক্ষেপ নেই।

Advertisement

শুক্রবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। ভারত তার আগের দিন বৃহস্পতিবার প্রথম দল ঘোষণা করে দেয়। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন পুরোটাই ভেস্তে যাওয়ায় খেলা শুরু হয় শনিবার। সুযোগ থাকলেও ভারত আগের ঘোষণা মতোই দল খেলায়। কোহলীর বক্তব্য, ‘‘আগে দল ঘোষণা করে দেওয়ার জন্য আমার কোনও আক্ষেপ নেই। আমরা একজন অলরাউন্ডার এমনিই খেলাতাম। তাছাড়া এটাই আমাদের সেরা একাদশ ছিল। এটা দলের সবার সিদ্ধান্ত ছিল।’’

শেষ দিন তাঁদের ব্যাটিং যে ভাল হয়নি, সে কথা স্বীকার করে নিয়ে কোহলী বলেন, ‘‘শেষ দিন সকাল থেকেই আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম ছিল। নিউজিল্যান্ডের বোলাররা নিজেদের পরিকল্পনা খুব ভাল কাজে লাগিয়েছে। আমাদের রান তোলার কোনও সুযোগই দেয়নি। আরও ৩০-৪০ রান বেশি তুলতে পারলে হয়ত অন্য ফল হতে পারত।’’

Advertisement

নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনের আলাদা করে প্রশংসা করেন কোহলী। আইপিএল-এ কোহলীর দল বেঙ্গালুরুতেই খেলেন জেমিসন। কোহলী বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে জেমিসন সত্যিই ভাল খেলছে। শুধু ভাল বল করছে, সেটাই নয়। ওর ব্যাটের হাতটাও যথেষ্ট ভাল। যোগ্য হিসেবেই ম্যাচের সেরা হয়েছে।’’

ছয় দিনের খেলা হলেও কার্যত তিন দিন খেলা হয়েছে। নিউজিল্যান্ড দলের প্রশংসা করতে গিয়ে কোহলী সেটাই বলেন, ‘‘উইলিয়ামসন এবং নিউজিল্যান্ড দলকে অভিনন্দন। ওরা ধারাবাহিক ভাবে ভাল খেলল। তিন দিনে আমাদের হারিয়ে দিয়েছে। গোটা ম্যাচেই আমাদের চাপে রেখেছে।’’

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালু করার জন্য আইসিসি-কে ধন্যবাদ জানিয়ে কোহলী বলেন, ‘‘এই প্রতিযোগিতা টেস্ট ক্রিকেটের জন্য খুব ভাল। টেস্ট ক্রিকেটকে যত গুরুত্ব দেওয়া হবে, তত ভাল হবে। আইসিসি-কে ধন্যবাদ। টেস্ট ক্রিকেটই আসল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement