ছবি: পিটিআই।
ক্লাইভ লয়েড এবং মহেন্দ্র সিংহ ধোনিকে ছোঁয়ার হাতছানি ছিল বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসনের সামনে। কিন্তু কোহলী পারলেন না। লয়েড, ধোনির পাশে জায়গা করে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।
একদিনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের অধিনায়ক ছিলেন লয়েড। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের নেতা ছিলেন ধোনি। এবার টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জিতে লয়েড, ধোনির পাশে জায়গা করে নিলেন উইলিয়ামসন।
১৯৭৫ সালে একদিনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। লর্ডসে সে বার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। লয়েডের নেতৃত্বে ক্যারিবিয়ানরা জিতেছিল ১৭ রানে।
২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ হয়েছিল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভারতের সামনে ফাইনালে ছিল পাকিস্তান। ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল ৫ রানে।
এ বার টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড ৮ উইকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল।