Virat Kohli

Virat Kohli: ধোনিকে টপকে গেলেন কোহলী, সব চেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করতে নামলেন সাদাম্পটনে

দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজ খেলে প্রত্যেকটিতেই জিতেছেন কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৯:৩৪
Share:

বিরাট কোহলী। ছবি: রয়টার্স

মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লেন তিনি। ভারতের হয়ে সব চেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করছেন কোহলী।

Advertisement

ভারতের হয়ে ৬০টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্ব আসে কোহলীর কাঁধে। সাদাম্পটনে শনিবার ৬১তম টেস্টে অধিনায়কত্ব করতে নামলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজ খেলে সবকটিতেই জিতেছেন কোহলী। ৩৬টি ম্যাচে জিতেছেন কোহলী, ১৪টি হেরেছেন। ধোনি ৬০টি টেস্টের মধ্যে ২৭টি জিতেছিলেন, হেরেছিলেন ১৮টি। ৫ বছরের ওপর টেস্ট অধিনায়ক হিসেবে রয়েছেন কোহলী। শুধু ধোনিকে টপকে যাওয়াই নয়, এশিয়ার সব অধিনায়কের মধ্যেই শীর্ষে তিনি। এশিয়ার কোনও দেশের অধিনায়কই এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement