Sachin Tendulkar

ভারতের হারের প্রধান কারণ খুঁজে বের করলেন সচিন তেন্ডুলকর

ষষ্ঠ দিনের খেলা শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন সচিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৮:২২
Share:

সচিন তেন্ডুলকর। ফাইল ছবি

ষষ্ঠ দিনের খেলা শুরুর আগেই তিনি টুইট করে বলেছিলেন, প্রথম দশ ওভার ভাল খেলতে হবে ভারতকে। তাহলেই ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারবে তারা। বিরাট কোহলী এবং চেতেশ্বর পূজারা শুরুটা ভাল করলেও প্রথম দশ ওভারের মধ্যে দু’জনেই ফিরে যান। ম্যাচের শেষে সেটাই ফের উল্লেখ করলেন সচিন তেন্ডুলকর।

Advertisement

বুধবার ম্যাচ শেষের পর সচিন টুইট করেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিউজিল্যান্ডকে অনেক অভিনন্দন। তোমরা যোগ্য দল হিসেবেই জিতেছ। নিজেদের খেলা নিয়ে নিশ্চয়ই হতাশ টিম ইন্ডিয়া। আগেই বলেছিলাম, প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত তার মধ্যেই ১০ বলের ব্যবধানে কোহলী এবং পূজারা দু’জনকেই হারায়। এতে গোটা দলের উপর বিরাট চাপ পড়ে গিয়েছিল’।

ষষ্ঠ দিনের ষষ্ঠ ওভারে কাইল জেমিসন তুলে নেন কোহলীকে। কিছুক্ষণ পরে সেই জেমিসনের বোলিংয়েই আউট হন পূজারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement