ছবি: পিটিআই।
ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ায় কপিল দেবকে টপকে গেলেল ইশান্ত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই রেকর্ড করলেন ইশান্ত। কপিলের রেকর্ড ভাঙতে ইশান্তের দরকার ছিল একটি মাত্র উইকেট। তৃতীয়দিনের একেবারে শেষ দিকে ডেভন কনওয়েকে সাজঘরে পাঠিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেছনে ফেলে দেন ইশান্ত।
এতদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুজনেই ৪৩টি করে উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে ইশান্তের উইকেট সংখ্যা দাঁড়াল ৪৪।
এর পাশাপাশি দেশের বাইরে ২০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ইশান্ত। চতুর্থ ভারতীয় হিসেবে। এর আগে কপিল দেব, জাহির খান, হরভজন সিংহ এই রেকর্ড করে ছিলেন।