—ফাইল চিত্র
লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে হারানোর পিছনে সব থেকে বড় কারণ শেষ দিন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার ব্যাটিং। অবিচ্ছিন্ন নবম উইকেটে দুজনে ৮৯ রান যোগ করেন। তাঁরা অপরাজিত থেকে ফেরার পর সাজঘরে দারুণ অভ্যর্থনা পেয়েছিলেন সতীর্থদের থেকে। অভ্যর্থনার পুরো পরিকল্পনাটাই ছিল অধিনায়ক বিরাট কোহলীর। রবিচন্দ্রন অশ্বিন ও ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরের আ়ড্ডায় সেটিই বোঝা গেল।
অশ্বিনের ইউ টিউব চ্যানেলে লর্ডস টেস্টের স্মৃতিচারণায় মজে ছিলেন দু'জন। সেই আলোচনায় শ্রীধর বলেন, “টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় শামি ও বুমরাকে স্বাগত জানানোর ব্যাপারটা বিরাটের মাথায় এসেছিল। ওর পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই নীচে চলে গিয়েছিলাম। লং রুমের সামনে সবাই অপেক্ষা করছিলাম। ওরা দু'জনে সাজঘরে ঢুকতেই আমরা সবাই চিৎকার করে উঠি। আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেটা লর্ডসের সাজঘরে অনেক বছর ধরে যেন প্রতিধ্বনিত হয়।”
—ফাইল চিত্র
সেই টেস্টের শেষ দিনের সকালে দ্রুত ফিরে গিয়েছিলেন ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা। হার না মেনে পাল্টা লড়াই চালান শামি ও বুমরা। তাঁদের সেই জুটির জন্যই ৮ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর জো রুটের দলকে ১২০ রানে শেষ করে লর্ডস টেস্ট জিতে নেন কোহলীরা।