India vs England 2021

India vs England 2021: কার মাথা থেকে বেরিয়েছিল লর্ডসে শামি-বুমরাকে স্বাগত জানানোর পরিকল্পনা, জানা গেল অবশেষে

কার উদ্যোগেই শামি ও বুমরাকে লর্ডসের লং রুমে স্বাগত জানানো হয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের আলোচনায় সেটা বোঝা গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৬:১৬
Share:

—ফাইল চিত্র

লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে হারানোর পিছনে সব থেকে বড় কারণ শেষ দিন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার ব্যাটিং। অবিচ্ছিন্ন নবম উইকেটে দুজনে ৮৯ রান যোগ করেন। তাঁরা অপরাজিত থেকে ফেরার পর সাজঘরে দারুণ অভ্যর্থনা পেয়েছিলেন সতীর্থদের থেকে। অভ্যর্থনার পুরো পরিকল্পনাটাই ছিল অধিনায়ক বিরাট কোহলীর। রবিচন্দ্রন অশ্বিন ও ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরের আ়ড্ডায় সেটিই বোঝা গেল।

Advertisement

অশ্বিনের ইউ টিউব চ্যানেলে লর্ডস টেস্টের স্মৃতিচারণায় মজে ছিলেন দু'জন। সেই আলোচনায় শ্রীধর বলেন, “টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় শামি ও বুমরাকে স্বাগত জানানোর ব্যাপারটা বিরাটের মাথায় এসেছিল। ওর পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই নীচে চলে গিয়েছিলাম। লং রুমের সামনে সবাই অপেক্ষা করছিলাম। ওরা দু'জনে সাজঘরে ঢুকতেই আমরা সবাই চিৎকার করে উঠি। আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেটা লর্ডসের সাজঘরে অনেক বছর ধরে যেন প্রতিধ্বনিত হয়।”

—ফাইল চিত্র

সেই টেস্টের শেষ দিনের সকালে দ্রুত ফিরে গিয়েছিলেন ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা। হার না মেনে পাল্টা লড়াই চালান শামি ও বুমরা। তাঁদের সেই জুটির জন্যই ৮ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর জো রুটের দলকে ১২০ রানে শেষ করে লর্ডস টেস্ট জিতে নেন কোহলীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement