টোকিয়োতে ব্রোঞ্জজয়ী ভারতের পুরুষ হকি দল। —ফাইল চিত্র
বিশ্ব হকির বর্ষসেরা পুরস্কার মঞ্চে টোকিয়োতে ব্রোঞ্জজয়ী ভারতের পুরুষ হকি দল এবং চতুর্থ স্থান অর্জন করা মহিলা হকি দলের দাপট। আন্তর্জাতিক হকি সংস্থার বর্ষসেরা পুরস্কারের জন্য একাধিক ভারতীয় হকি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা মনোনীত হয়েছেন।
বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীতদের মধ্যে রয়েছেন হরমনপ্রীত সিংহ এবং গুরজিৎ কৌর। গোলকিপারদের তালিকায় রয়েছেন শ্রীজেশ এবং সবিতা পুনিয়া। বর্ষসেরা হওয়ার সুযোগ রয়েছে ভারতের দুই দলের কোচ গ্রাহাম রিড এবং সোর্দ মারিনের কাছেও।
টোকিয়ো অলিম্পিক্সের পারফরম্যান্সের কারণেই মনোনীতদের তালিকায় ভারতীয় দলের দাপট। আট ম্যাচে হরমনপ্রীতের ছয়টি গোল ভারতের পুরুষ হকি দলকে ৪১ বছর পর পদক এনে দিয়েছে। মেয়েদের দলের হয়ে গুরজিতের দাপট ভারতকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেছিল।
করোনার কারণে গত বছর পুরস্কার দেওয়া হয়নি। তাই এই বছরের পুরস্কার দেওয়া হবে গত বছর থেকে টোকিয়ো অলিম্পিক্স অবধি পারফরম্যান্সকে মাথায় রেখে।