অশ্বিনকে না খেলানোর পেছনে অদ্ভুত যুক্তি বিরাটের ফাইল চিত্র
ইংল্যান্ডের সবচেয়ে মন্থর উইকেটেও রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ককে আরও উস্কে দিল ভারত অধিনায়ক বিরাট কোহলীর যুক্তি। তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করছেন নেটাগরিকরা।
টসের পর বিরাট বলেন, ‘‘আসলে, ইংল্যান্ড দলে অনেক বাঁ হাতি ব্যাটসম্যান রয়েছে। তাদের সমস্যায় ফেলতে পারে রবীন্দ্র জাডেজার বোলিং।’’
জাডেজাকে সাহায্য করবেন মহম্মদ সিরাজ, উমেশ যাদবরা। বিরাট বলেন, ‘‘ওভার দ্য উইকেট বল করে পিচে ক্ষত তৈরি করবে জোরে বোলাররা।’’ এই মন্তব্যের পরই নেটাগরিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরাটকে।
ইংল্যান্ড দলে বাঁ হাতি ব্যাটসম্যান থাকলে জাডেজার সুবিধা হয় কী করে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘বাহ! কোহলীরা সবসময় বলতেন বিপক্ষে ডান-হাতি ব্যাটসম্যান বেশি থাকায় জাডেজা বেশি কার্যকরী হবে। কারণ অশ্বিনের বল বাইরের দিকে যাবে না। এখন বিরাট বলছেন বাঁ হাতিদের ক্ষেত্রে জাডেজা বেশি কার্যকরী হবেন। আমি সত্যি জানি না যে বিরাট-শাস্ত্রীর সমস্যা ঠিক কোথায়?’
আরও একজন প্রশ্ন করেছেন, ‘পেসারদের ওভার দ্য উইকেট বল করে ক্ষত তৈরি করার সঙ্গে অশ্বিনকে না নেওয়ার কী সম্পর্ক?’
সব মিলিয়ে অশ্বিন নিয়ে বিতর্কের পারদ চড়ছে ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।