বিরাট কোহলী। —ফাইল চিত্র
মহম্মদ সিরাজের সাফল্যে অবাক হচ্ছেন না বিরাট কোহলী। ভারত অধিনায়কের বিশ্বাস, যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে সিরাজের। ভারতীয় পেসার যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বলে মত কোহলীর।
লর্ডসে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন সিরাজ। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মার সঙ্গে সমান তালে বল করে চলেছেন তিনি। ২৭ বছরের এই পেসার ইংল্যান্ডে প্রথম দুই টেস্টে তুলে নিয়েছেন ১১টি উইকেট। কোহলীর মতে অস্ট্রেলিয়া সফর আত্মবিশ্বাসী করে তুলেছে সিরাজকে। তিনি বলেন, “অবাক হইনি ওর সাফল্যে। খুব কাছ থেকে দেখেছি সিরাজকে। ওর মধ্যে প্রতিভা রয়েছে। প্রয়োজন ছিল আত্মবিশ্বাসের। অস্ট্রেলিয়া সফরে সেটা পেয়েছে সিরাজ।”
কোহলী বলেন, “সিরাজ সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ওর। সেটা ওর খেলায় দেখাও গিয়েছে। সিরাজ কখনও পিছিয়ে আসে না। ও কোনও পরিস্থিতিতেই ভয় পায় না।”
ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মারও প্রশংসা করেন কোহলী। তিনি বলেন, “বিদেশের মাটিতে খেলতে গেলে ওপেনিং জুটি খুব গুরুত্বপূর্ণ। রোহিত এবং রাহুল যে ভাবে খেলছে তা অনবদ্য। আশা করব ওরা এমন ভাবেই খেলে যাবে। ইনিংসের ভীতটা গড়ে দিচ্ছে ওরাই।”