India vs England 2021

India vs England: ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও হারিয়ে দেব, হুঙ্কার কোহলীর

এই ভারতীয় দলের কেউ হেডিংলিতে আগে খেলেননি। তবে কোহলীর মতে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ০৮:৫৭
Share:

বিরাট কোহলী। ছবি: পিটিআই

ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও ভারত তাদের হারানোর ক্ষমতা রাখে— এমনটাই মনে করেন বিরাট কোহলী। ইংল্যান্ডের মাটিতে ব্যাট করার জন্য অহং বোধটাকে বাইরে রাখতে হবে বলেই মত ভারত অধিনায়কের।

কোহলী বলেন, “ধৈর্য না রাখতে পারলে ইংল্যান্ডে যে কোনও সময় আউট হতে হবে। কত অভিজ্ঞতা রয়েছে বা কত রান করেছি তা গুরুত্বপূর্ণ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল। আমার মনে হয় বিশ্বের সব দেশের মধ্যে ইংল্যান্ডে ব্যাট করাই সব চেয়ে কঠিন।”

Advertisement

ইংল্যান্ড দলে নেই বেন স্টোকস, জফ্রা আর্চাররা। চোটের জন্য ছিটকে গিয়েছেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডও। এমন অবস্থায় ভারতের কাজটা কি সহজ হয়ে গিয়েছে? কোহলী বলেন, “প্রতিপক্ষের শক্তির উপর কি কিছু নির্ভর করে? আমার মনে হয়ে ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও আমরা ওদের হারাতে পারতাম। বিপক্ষ কখন দুর্বল হবে আমরা তার জন্য অপেক্ষা করি না। এত বছর ধরে যে দল ভাল খেলছে তাদের এই প্রশ্নটা করা ঠিক বলে মনে হয় না।”

এই ভারতীয় দলের কেউই হেডিংলিতে খেলেননি। তবে কোহলীর মতে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি বলেন, “যে জিনিস আমাদের হাতের বাইরে তা নিয়ে বিশেষ ভাবি না। এটা একটা টেস্ট ম্যাচ যেটা আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলব। বিশ্বের যে কোনও মাঠেই তা খেলতে হতে পারত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement