লর্ডস টেস্ট জিতে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের টুইটার
চতুর্থ দিনের শেষে ভারতের অবস্থা যা ছিল, তাতে কেউই ভাবতে পারেননি লর্ডস টেস্টে শেষ দিন জিতে মাঠ ছাড়বেন বিরাট কোহলীরা। ১৫১ রানে দ্বিতীয় টেস্ট জেতে ভারত। হয়ত কোহলীর দলও ভাবতে পারেনি এই ম্যাচ জেতা সম্ভব। তাই জয়ের পর আবেগ সামলাতে পারেননি তাঁরা। নাচ, গান, হুল্লোড়ে মেতে ওঠে ভারতীয় দলের সাজঘর। বিসিসিআই সেই উৎসবের ভিডিয়ো পোস্ট করেছে।
দলের প্রায় সব ক্রিকেটারই জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটমাধ্যমে। কোহলী লিখেছেন, ‘অসাধারণ একটা ম্যাচ খেললাম। দলের প্রত্যেক সদস্য এগিয়ে এসেছে। সবাই লড়াকু মনোভাব দেখিয়েছে। তবে অনেক দূর যেতে হবে।’
রোহিত এই টেস্টের আগে তাঁর সাংবাদিক সম্মেলনের একটি অংশ তুলে দিয়েছেন নেটমাধ্যমে। ওই সাংবাদিক সম্মেলনে একজন প্রশ্ন করেছিলেন, ‘স্বাধীনতা দিবসের পরের দিন এই টেস্ট জিতলে সেটা হবে দেশের মানুষের কাছে সবচেয়ে বড় পুরস্কার। আপনার কি মনে হয়?’ রোহিত জবাবে স্যালুট জানিয়ে সহমত পোষণ করেছিলেন। সেই ভিডিয়ো লর্ডসে জেতার পর টুইটারে দিয়েছেন ‘হিট ম্যান’।
ম্যাচের সেরা না হলেও ব্যাট এবং বল হাতে এই টেস্টের অন্যতম নায়ক মহম্মদ শামি লিখেছেন, ‘কঠিন পরিশ্রম করলে মাঠে তার প্রতিফলন ঘটবেই। ব্যাটে রান করে দলকে সাহায্য করার জন্য গর্ব বোধ করছি। বুমরার সঙ্গে এই জুটি বাড়তি আনন্দ দিয়েছে।’
বুমরা লিখেছেন, ‘এই জয় যে কতটা আনন্দ দিয়েছে, মুখে প্রকাশ করতে পারব না। দলের প্রত্যেক সদস্যের জন্য গর্বিত।’
ঋষভ পন্থও বাকিদের মতোই আবেগপ্রবণ। তিনি লিখেছেন, ‘আমরা ক্ষুধার্ত। জয়ের জন্য মরিয়া। তাই জিতে দেখালাম। সবাই একজোট হয়ে ঘুরে দাঁড়ানোর জন্যই লর্ডস টেস্ট জিততে পারলাম। তবে এই জয় কিন্তু এত সহজে ভুললে চলবে না। এই জয়ের রেশ নিয়েই আমরা এগিয়ে যাব।’
২৫ অগস্ট হেডিংলেতে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া।