Afghanistan Cricket

Afghanistan crisis: ‘তালিবান ক্রিকেট ভালবাসে’, তেমন ভয় পাচ্ছে না রাশিদ খানদের আফগান বোর্ড

হামিদ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘তালিবান ক্রিকেট ভালবাসে। প্রথম থেকে ওরা আমাদের পাশে থেকেছে। আমাদের কাজে তালিবান কখনোই হস্তক্ষেপ করেনি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১২:৫৪
Share:

রশিদ খান ও মহম্মদ নবি ফাইল চিত্র

তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই শঙ্কায় রয়েছেন সে দেশের মানুষ। রশিদ খান, মহম্মদ নবিদের নিয়েও বেড়েছে চিন্তা। ক্রিকেট খেলতে পারবেন তো সে দেশের ক্রিকেটাররা? তবে আশ্বস্ত করলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি। তাঁর মতে, তালিবান ক্রিকেট ভালবাসে।

Advertisement

হামিদ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘তালিবান ক্রিকেট ভালবাসে। প্রথম থেকেই ওরা আমাদের পাশে থেকেছে। আমাদের কাজে তালিবান কখনোই হস্তক্ষেপ করেনি।’’

আফগানিস্তান ক্রিকেটে কোনও অচলাবস্থা নেই জানিয়ে হামিদ আরও বলেন, ‘‘আমাদের ক্রিকেট আরও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের সভাপতি কাজ করছেন। আমিও সিইও হিসেবে কাজ করব, যতক্ষণ না আমি কোনও বিজ্ঞপ্তি পাচ্ছি।’’

Advertisement

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানি শাসন চলাকালীন ক্রিকেটের উন্নতি হয়েছিল আফগানিস্তানে। সেই কথা মনে করিয়ে দিয়ে হামিদ বলেন, ‘‘সেই সময় আমাদের ক্রিকেটাররা পেশোয়ারে অনুশীলন করতেন। আমাদের ক্রিকেটে উন্নতি শুরু হয় তখন থেকেই। ভাল ব্যাপার হল, সবটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে। বুধবার থেকেই আমরা দপ্তরে গিয়ে কাজ শুরু করে দেব। দু’দিন পর থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের জন্য শিবির শুরু হবে।’’

শুধু তাই নয়, কাবুলে থাকা ক্রিকেটাররা সুস্থ রয়েছেন, ভাল আছেন। এমনটাই দাবি আফগানিস্তানের বোর্ড কর্তার। তিনি বলেন, ‘‘জাতীয় দলের পাঁচ ক্রিকেটার অন্য দেশে খেলছেন। এছাড়া সকলেই কাবুলে রয়েছেন। তাঁরা সবাই ভাল আছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement