India vs England 2021

India vs England 2021: ৮৫ বছরে ওভালে দ্বিতীয় জয় পেল ভারত, ওয়াড়েকরের পর কৃতিত্ব কোহলীর

কেনিংটন ওভালে ভারত এই নিয়ে ১৪টি টেস্ট খেলল। দুটি টেস্টে জিতেছে, ড্র করেছে সাতটি টেস্ট, হারতে হয়েছে পাঁচটিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬
Share:

অনন্য কৃতিত্ব কোহলীর। ছবি রয়টার্স

ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে আরও একবার এগিয়ে গেল বিরাট কোহলীর ভারত। লন্ডনের এই মাঠে ৮৫ বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয় টেস্ট জিতল ভারত।

Advertisement

কেনিংটন ওভালে ভারত এই নিয়ে ১৪টি টেস্ট খেলল। দুটি টেস্টে জিতেছে, ড্র করেছে সাতটি টেস্ট, হারতে হয়েছে পাঁচটিতে।

১৯৩৬ সালে ভারত ওভালে প্রথম খেলে। ৯ উইকেটে হারতে হয় ভিজিয়ানাগ্রামের মহারাজার দলকে। প্রথম ইনিংসে মহম্মদ নিসারের ৫ উইকেটও জেতাতে পারেনি ভারতকে। ওয়ালি হ্যামন্ড ২১৭ রান করেন।

Advertisement

এরপর ১৯৪৬ ও ১৯৫২ সালে দুটি টেস্ট খেলে ভারত। দুটি ম্যাচই ড্র হয়। ১৯৫৯ সালে ওভালে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৭ রানে।

ভারতের সামনে এরপর ওভালে খেলার সুযোগ আসে ১২ বছর পরে ১৯৭১ সালে। সেই টেস্ট ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে সেটিই ভারতের প্রথম টেস্ট ও সিরিজ জয়। অজিত ওয়াড়েকরের নেতৃত্বে সেই ম্যাচে ভারত রে ইলিংওয়র্থের ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায়।

১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওভালে পরের পাঁচটি টেস্ট ভারত ড্র করে। এই ম্যাচের আগে ওভালে শেষ তিনটি টেস্টে ভারতকে আবার হারতে হয়। ২০১১ সালে ভারত হারে ইনিংস ও ৮ রানে। তিন বছর পরে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৪৪ রানে। ২০১৮ সালে ভারত হারে ১১৮ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement