Kapil Dev

India vs England 2021: কপিলকে টপকে গেলেন বুমরা, ছুঁলেন ১০০ টেস্ট উইকেটের মাইলফলক

রেকর্ড করে ১০০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছলেন বুমরা। ভারতীয় জোরে বোলার হিসেবে সবথেকে কম টেস্ট ১০০ উইকেট নিলেন। টপকে গেলেন কপিল দেবকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৭
Share:

যশপ্রীত বুমরা ফাইল চিত্র

টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট হয়ে গেল যশপ্রীত বুমরার। রেকর্ড করে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। ভারতীয় জোরে বোলার হিসেবে সবথেকে কম টেস্ট ১০০ উইকেট নিলেন বুমরা। টপকে গেলেন কপিল দেবের রেকর্ড।

Advertisement

বুমরার ১০০ উইকেট হল ২৪টি টেস্টে। কপিল এই মাইলফলকে পৌঁছেছিলেন ২৫টি টেস্টে। এই তালিকায় এরপর রয়েছেন মহম্মদ শামি এবং ইরফান পাঠান। দু’জনেই ১০০ উইকেট নিয়েছেন ২৯টি টেস্টে।

সব মিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায় রবীন্দ্র জাডেজার সঙ্গে বুমরা যুগ্ম ভাবে অষ্টম স্থানে। ভারতীয় রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের। তিনি ১৮টি টেস্টে ১০০ উইকেট নিয়েছেন। এই তালিকায় এরপর রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০), অনিল কুম্বলে (২১), সুভাষ গুপ্তে (২২), ভাগবৎ চন্দ্রশেখর (২২), প্রজ্ঞান ওঝা (২২), বিনু মাঁকড় (২৩)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement