যশপ্রীত বুমরা নিজস্ব চিত্র
লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট ও তার পরে ইনিংস ও ৭৬ রানে হারের গ্লানি তাড়া করছিল বিরাট কোহালির ভারতকে। সোমবার ওভালে সেই গ্লানি মুছে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১৫৭ রানে জয়! স্বভাবতই সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পরে ম্যাঞ্চেস্টারে পরের টেস্টে ৩-১ করার জন্য ফুটছেন যশপ্রীত বুমরা, রোহিত শর্মারা।
সাংবাদিক বৈঠকে এসে সে কথাই বলেছেন বুমরা। তাঁর কথায়, ‘‘সোমবার দিনের শুরু থেকেই বিপক্ষের উপরে চাপ তৈরি করার দরকার ছিল। সে কথা অধিনায়ককে জানিয়েওছিলাম। সেই পরিকল্পনা মেনেই আক্রমণ করেছি।’’ যোগ করেন, ‘‘দলের সবার প্রচেষ্টাতেই এই জয়। বোলারেরাও ব্যাট হাতে রান করে এসেছে। আশা করছি, এই ছন্দ পরের টেস্টে ধরে রাখা যাবে।’’
সাংবাদিক বৈঠকে ভারতীয় পেসার বলেন, ‘‘টেস্ট ক্রিকেট কখনও সহজ হয় না। ভাল উইকেট হলেও ঠিক জায়গায় বল রেখে বিপক্ষ ব্যাটসম্যানেদের চাপে রাখতে হয়। এ ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমাদের লক্ষ্য ছিল, উইকেট পাটা হলেও যত বেশি সময় সম্ভব বিপক্ষকে চাপে রাখতে হবে।’’ যোগ করেছেন, ‘‘প্রথম পর্বের প্রথম ঘণ্টা থেকেই আমরা বিপক্ষের উপর চাপ সৃষ্টি করেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম উইকেট পাটা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ হাত থেকে বেরোতে দেওয়া যাবে না। এটাই ছিল আমাদের লক্ষ্য।’’
মনোবল না হারিয়ে শেষ পর্যন্ত লড়াই করাই যে বিরাটের নেতৃত্বাধীন এই ভারতীয় দলের মূলমন্ত্র, এ দিন সে কথাও স্মরণ করিয়ে দেন বুমরা। বলেন, ‘‘যে বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা যাবে আমরা সে দিকেই মনোনিবেশ করেছি। এটাই টেস্ট ক্রিকেটের মজা। এখানে কোনও দিন আপনার পরিকল্পনা সফল হবে। কোনও দিন হবে না।’’ বুমরা আরও বলেন, ‘‘দল নিয়ে বাইরে অনেক কিছুই বলা ও লেখা হয়। আমরা কান দিই না।’’