গ্রেফতার জার্ভিস। ছবি রয়টার্স
ইংরেজ সমর্থক ড্যানিয়েল জার্ভিসকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার তাঁকে দক্ষিণ লন্ডন পুলিশ গ্রেফতার করেছে। মাঠে উপস্থিত ক্রিকেটারকে অনিচ্ছাকৃত ভাবে আঘাত করার দায়ে তাঁকে হাজতে পুরেছে পুলিশ।
পেশায় ইউটিউবার, কৌতুকাভিনেতা জার্ভিস বেশি পরিচিত ‘জারভো ৬৯’ নামে। লর্ডসে দ্বিতীয় টেস্ট থেকে তিনি ভারতীয় সমর্থক সেজে বার বার মাঠে ঢুকে পড়েছেন। কখনও ফিল্ডার হিসেবে, কখনও ব্যাটসম্যান হিসেবে। ওভালে তিনি ঢুকে পড়েছিলেন বোলার হিসেবে। বল করতে গিয়েই ধাক্কা মেরে বসেন ইংরেজ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। সেটাই কাল হল তাঁর।
ইয়র্কশায়ার কাউন্টি ইতিমধ্যেই জারভোকে নির্বাসিত করেছে। তবে সমর্থকরা ক্ষুব্ধ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। তিন-তিন বার মাঠে ঢুকে পড়লেও এক বারও জারভোর কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি তারা। নিরাপত্তারক্ষীদের তরফেও কোনও ক্ষমা চাওয়া হয়নি।
তবে ইংল্যান্ড শুধু নয়, বিশ্বের কোনও ক্রিকেট স্টেডিয়ামে বার বার একই সমর্থককে নিরাপত্তার বেড়া ভেঙে মাঠে ঢুকে পড়তে দেখা যায়নি। করোনার মতো সময়ে কী ভাবে এ জিনিস হল, তা বুঝতে পারছেন না কেউই।