ICC Champions Trophy 2025

পাকিস্তানের জন্যই বিলম্ব চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণায়, তারাই বোঝাল প্রতিযোগিতা হচ্ছে!

পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নকভি আবার বিতর্কে। সম্প্রতি পাকিস্তান বোর্ডের সদস্যদের বৈঠকে নকভি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির অসম্মান হতে দেবেন না। কেন তিনি এ কথা বলেছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮
Share:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণা এখনও বাকি। পাকিস্তানের জন্যই সূচি ঘোষণায় দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে সেই দেশ জানাল, প্রতিযোগিতা হচ্ছেই। সম্প্রতি পাকিস্তান বোর্ডের সদস্যদের বৈঠকে নকভি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পুরোপুরি তৈরি পাকিস্তান। পাশাপাশি এটাও বলেছেন, এই প্রতিযোগিতার অসম্মান হতে দেবেন না।

Advertisement

পাকিস্তান রাজি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করতে। তবে সরকারি ভাবে সূচি ঘোষণা এখনও বাকি। তা যে কোনও দিন হতে পারে। পাক বোর্ডের কঠিন মনোভাবের জন্যই সূচি প্রকাশ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তার আগে বুধবার পাক বোর্ডের বৈঠক বসেছিল। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি পাকিস্তানে আয়োজন নিয়ে নকভির দৃঢ় অবস্থানের প্রশংসা করেন বাকি সদস্যেরা। নকভি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান পুরোপুরি তৈরি।”

এখানেই না থেমে তিনি আরও বলেছেন, “দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকে ক্রিকেটে পাকিস্তানের জয়ের ব্যাপারে বলে আসছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি। পাকিস্তান যে অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছেন সকলেই। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের কাছে গর্বের বিষয়। তা নিয়ে কোনও রকম অসম্মান হতে দেব না।”

Advertisement

যে হেতু ভারত পাকিস্তানে খেলতে যেতে চাইছে না, তাই নাম না করে নকভি ভারতকেই এ কথা বলেছেন মনে করা হচ্ছে। নকভি অবশ্য নিজের অবস্থানে পুরোপুরি স্থির থাকতে পারেননি। বাধ্য হয়েই তাঁকে ‘হাইব্রিড মডেলে’ রাজি হতে হয়েছে। ভারত তাদের ম্যাচগুলি দুবাইয়ে খেলবে। তবে পাকিস্তানও আগামী তিন বছরে কোনও আইসিসি প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement