দ্বিতীয় দিনের শুরুতেও উমেশদের দাপট ছিল। ছবি: টুইটার থেকে
দ্বিতীয় দিনের শুরুতে পর পর দুটো উইকেট তুলে নেওয়ার পর অনেকটা রান দিয়ে ফেলেছে ভারত। এমনটাই মনে করছেন উমেশ যাদব।
প্রথম ইনিংসে ভারত শেষ হয়ে যায় ১৯১ রানে। ব্যাট করতে নেমে প্রথম দিনেই দুই ওপেনার-সহ জো রুটকে ফিরিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতেও উমেশদের দাপট ছিল। রাতের প্রহরী ক্রেগ ওভারটন এবং দাউইদ মালানকে ফিরিয়ে দেয় ভারত। কিন্তু তার পরেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন অলি পোপ এবং জনি বেয়ারস্টো।
পোপ এবং বেয়ারস্টো ৮৯ রানের জুটি গড়েন। আত্মবিশ্বাস ফিরে পায় ইংল্যান্ড। মইন আলি, ক্রিস ওকসরাও রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। উমেশ বলেন, “শুরুর ৪০ মিনিটে দুটো উইকেট নিয়ে নিয়েছিলাম আমরা। কিন্তু পরের সাত, আট ওভারে ৪০, ৪৫ রান যোগ করে দেয় ওরা। ছন্দ পেয়ে যায় ওদের ব্যাটসম্যানরা। রান করতে থাকে নিয়মিত। সব কিছু চেষ্টা করছিলাম আমরা। পিচ থেকে কোনও সাহায্যই পাওয়া গেল না।”
নিজেদেরও যে ভুল ছিল, স্বীকার করে নেন উমেশ। তিনি বলেন, “আমরা একটা ভুল করেছিলাম। দুটো উইকেট নেওয়ার পর রান আটকানো উচিত ছিল। সেটা আমরা পারিনি। মাঝের সময়টায় অনেকটা রান বেরিয়ে যায়। সেটা হওয়া উচিত ছিল না।”
ভারতের হয়ে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। বড় রান করার ব্যাপারে আশাবাদী উমেশ। তিনি বলেন, “প্রথম দিন পিচে আর্দ্রতা ছিল, বাউন্স ছিল। আবহাওয়া অন্য রকম ছিল। এখন যে ভাবে আমাদের ব্যাটসম্যানরা ব্যাট করছে তাতে আশা করি বড় রান উঠবে।”