কোহলীর আক্রমণাত্মক শরীরী ভাষা গোটা দলটার মধ্যে ছড়িয়ে পড়েছে। —ফাইল চিত্র
বিরাট কোহলীর প্রশংসা ইনজামাম উল হকের গলায়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন কোহলীর আক্রমণাত্মক শরীরী ভাষা গোটা দলটার মধ্যে ছড়িয়ে পড়েছে।
ওভালে ১৫৭ রানে জয়। লর্ডস এবং ওভাল টেস্ট জিতে সিরিজ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। এই সব কিছুর পিছনে ভারত অধিনায়কের কৃতিত্বই দেখছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “যে ভাবে ভারতীয় দল বিদেশের মাটিতে খেলছে সেটার কৃতিত্ব ওদের দিতেই হবে। প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে যাওয়ার পর পরের চার দিন যে ভাবে লড়াই করল তার প্রশংসা করতেই হবে।”
পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে একটা দল যখন পিছিয়ে থাকা অবস্থা থেকে ফিরে আসে, তখন অধিনায়কের বড় ভূমিকা থাকে। ইনজামাম বলেন, “কোহলী দলটাকে খুব ভাল সামলেছে। পিছিয়ে থাকা অবস্থা থেকে ফিরে এসেছে ভারত। অধিনায়কের বড় ভূমিকা থাকে এখানে। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশ্রণ রয়েছে তা কাজে লাগিয়েছে কোহলী। ম্যাচের কোনও সময় কোহলীকে নেতিবাচক লাগেনি। ১৯১ রানে প্রথম দিন অল আউট হয়ে যাওয়ার পরেও নয়। অধিনায়কের এই শরীরী ভাষাই ফুটে উঠেছে পুরো দলটার মধ্যে।”
শুক্রবার থেকে শুরু পঞ্চম টেস্ট। ম্যাঞ্চেস্টারের মাঠে সিরিজ জয়ের সুযোগ থাকছে কোহলীদের সামনে।