১২৮ বলে ৭০ করেন মালান। ছবি: পিটিআই
লিডসে ভারত এবং ইংল্যান্ড আলাদা পিচে ব্যাট করেছে। এমনটাই মনে হয়েছে ইংরেজ ব্যাটসম্যান দাউইদ মালানের। প্রথম দিন ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। কিন্তু ইংল্যান্ড সেই পিচেই করে ফেলেছে ৪২৩ রান। হাতে এখনও রয়েছে দুই উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর মালানকে টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে তিন বছর পর। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছেন ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটসম্যান। ১২৮ বলে ৭০ করেন তিনি। জো রুটের সঙ্গে ১৩৯ রানের জুটি বাঁধেন। মালান বলেন, “প্রথম দিন প্রথম ঘণ্টার পর উইকেটে বিশাল পরিবর্তন হয়েছে। ভারতীয় বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছে। কিন্তু পিচ থেকে কোনও সাহায্যই পাচ্ছিল না ওরা।”
৭৮ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম দিনেই করে ১২০ রান। একটিও উইকেট ফেলতে পারেননি মহম্মদ শামিরা। দ্বিতীয় দিনে আট উইকেট নিলেও ইতিমধ্যেই ৩৪৫ রানে লিড নিয়েছে ইংল্যান্ড। হাতে এখনও দুই উইকেট।