India vs England 2021

India vs England 2021: ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডে যেতে পারেন সৌরভ, ম্যাঞ্চেস্টার টেস্টের নতুন সূচি নিয়ে হবে আলোচনা

স্থগিত হয়ে গেলেও ম্যাঞ্চেস্টার টেস্ট যে পরে কোনও সময় আয়োজন করা হবে, এটা বিবৃতি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ২২:১৯
Share:

ইংল্যান্ডে যাচ্ছেন সৌরভ। ফাইল ছবি

স্থগিত হয়ে গেলেও ম্যাঞ্চেস্টার টেস্ট যে পরে কোনও সময় আয়োজন করা হবে, এটা বিবৃতি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। কখন সেই ম্যাচ করা যায় তার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিল তারা। এর জন্য আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর ইংল্যান্ড যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ইংল্যান্ড বোর্ডের কর্তাদের সঙ্গে সূচি নিয়ে আলোচনা করার কথা বোর্ড সভাপতির।

Advertisement

ইসিবি প্রতিনিধি এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে সৌরভের। ম্যাঞ্চেস্টার টেস্ট না হওয়ায় ইতিমধ্যেই বহু টাকা ক্ষতির মুখে সম্প্রচারকারী সংস্থা। তাই তাদেরও বৈঠকে ডাকা হয়েছে। তিন পক্ষ মিলে আলোচনা করে সিদ্ধান্তে আসা হবে।

তবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, এই বছরে টেস্ট ম্যাচ করা সম্ভব হবে না। ইংল্যান্ড থেকে ক্রিকেটাররা সরাসরি যোগ দেবেন আইপিএল-এ। সেই প্রতিযোগিতা শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটানা পাঁচ মাস ক্রিকেট খেলার পর তাঁরা দেশে ফিরবেন। কিছু দিন বিরতির পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বিরাট কোহলীরা।

Advertisement

সামনের বছর সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। মনে করা হচ্ছে, সেই সময় হয়তো ম্যাঞ্চেস্টার টেস্ট আয়োজিত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement