Surya Kumar Yadav

সচিন অভিনন্দন জানালেন একঝাঁক তরুণ ক্রিকেটারকে

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩০
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ডাক পাওয়া তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানালেন সচিন ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পাওয়ায় সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও রাহুল তেওয়াটিয়াদের অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর। ১২ মার্চ থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। তার আগে ১৯ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে ডাক পেয়েছেন এই তিন ক্রিকেটার।

Advertisement

গত বছর আইপিএলে ভাল খেলায় এই তিন ক্রিকেটার ডাক পেলেন ভারতীয় দলে। সচিন টুইট করে লেখেন, ‘অভিনন্দন সূর্যকুমার যাদব, ঈশান কিশান ও রাহুল তেওয়াটিয়াকে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়ার জন্য। অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকতে না পারলেও অভিনন্দন বরুণ চক্রবর্তীকেও। ভারতীয় দলের হয়ে খেলা, যে কোনও ক্রিকেটারের জন্য সেরা সম্মান। তোমাদের সাফল্য কামনা করি’।

এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রিত বুমরাকে। দলে এসেছেন ভুবনেশ্বর কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement