India vs England 2021

গোটা দল যখন হোটেলের ঘরে, ঘাম ঝরাতে শুরু করে দিলেন কোহালি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে বৃহস্পতিবারই আমদাবাদ পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪১
Share:

জিমে ঘাম ঝরাচ্ছেন কোহালি। ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে বৃহস্পতিবারই আমদাবাদ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতে মুখিয়ে প্রত্যেকেই। কিন্তু বিরাট কোহালি লক্ষ্যে অবিচল। আমদাবাদ পৌঁছে সময় নষ্ট না করে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

মোতেরায় এখনও অনুশীলনে নামেনি ভারত। গোটা দলই রয়েছে স্টেডিয়াম সংলগ্ন স্যুইটে। মোতেরায় অত্যাধুনিক জিমও রয়েছে। সেখানেই কোহালিকে গা ঘামাতে দেখা গিয়েছে। শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ভারতের অধিনায়ক। সঙ্গে লিখেছেন, “ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি।”

গুজরাত ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে নবনির্মিত স্টেডিয়ামে এর আগে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ২৪ ফেব্রুয়ারি দিন-রাতের টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ ঘটতে চলেছে এই স্টেডিয়ামের। বাকি দুটি টেস্ট এখানে হওয়া ছাড়াও পাঁচটি টি-টোয়েন্টিও আয়োজিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement