ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জয় বিরাট কোহলীদের। ছবি: বিসিসিআই
মোতেরায় ৩ দিনে টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করার সঙ্গে টানা ১৩টি সিরিজে অপরাজিত রইলেন বিরাট কোহলীরা। ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে ৪-০ হারিয়ে শুরু হয়েছিল জয় যাত্রা। ঘরের মাঠে সেই বিজয় রথ চলছেই।
৮ বছরে পাকিস্তান বাদে ৮টি দলকে ঘরের মাঠে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে এই ৮ বছরে ২ বার ঘরের মাঠে সিরিজে হারিয়েছে ভারত। এই ১৩টি সিরিজ জয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজও। ২০১২-১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় ভারত।
১৯৯৪ থেকে ২০০১ এবং ২০০৪ থেকে ২০০৮ সালে অস্ট্রেলিয়া টানা ১০টি সিরিজ জিতেছিল। নিউজিল্যান্ড এখনও টানা ৮টি সিরিজ জিতেছে ঘরের মাঠে ২০১৭ সাল থেকে। কেন উইলিয়ামসনদের বিজয়রথও এখনও এগিয়ে চলেছে। লর্ডসের মাঠে কোহলীরা মুখোমুখি হবেন উইলিয়ামসনদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সেই লড়াই কে জেতে নজর থাকবে সেই দিকে।