Virat Kohli

কোহালি টপকে গেলেন স্টিভ ওয়কে, ছুঁলেন রিকি পন্টিংকে

দেশে, বিদেশে সব মিলিয়ে কোহালির নেতৃত্বে এটি ভারতের ৩৬তম টেস্ট জয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ২২:০২
Share:

বিরাট কোহালি।

ইংল্যান্ডকে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ২৫ রানে হারিয়ে বিরাট কোহালি টপকে গেলেন স্টিভ ওয়কে, ছুঁলেন রিকি পন্টিংকে। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের ক্ষেত্রে কোহালি টপকালেন ওয়কে। ঘরের মাঠে টানা টেস্ট সিরিজ জয়ে অধিনায়ক কোহালি ছুঁলেন পন্টিংকে।

Advertisement

কোহালির নেতৃত্বে ভারত ঘরের মাটিতে এই নিয়ে ২৩টি টেস্ট জিতল। এর আগে ২২টি টেস্ট জিতে তিনি ওয়ের সঙ্গে ছিলেন। ঘরের মাঠে সব থেকে বেশি টেস্ট জেতার তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্টিভ স্মিথ। তিনি ৩০টি টেস্ট জিতেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ঘরের মাঠে ২৯টি টেস্ট জিতেছে।

Advertisement

ঘরের মাঠে টানা টেস্ট সিরিজ জয়ে অধিনায়ক কোহালি ছুঁলেন পন্টিংকে। দুজনেই ঘরের মাঠে টানা ১০টি টেস্ট সিরিজে জিতেছেন।

দেশে, বিদেশে সব মিলিয়ে কোহালির নেতৃত্বে এটি ভারতের ৩৬তম টেস্ট জয়। এই তালিকায় তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন। লয়েড ৭৪টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ৩৬টি জিতেছিলেন। নেতা কোহালির ৩৬টি টেস্ট জিততে লেগেছে ৬০টি টেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement