অশ্বিনকে অভিবাদন কোহালির। ছবি টুইটার
টেস্টে ৪০০ উইকেট হয়ে গেল রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্বে দ্বিতীয় দ্রুততম এবং ভারতের দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তারপরেই নতুন ডাকনাম পেয়ে গেলেন অধিনায়ক বিরাট কোহালির থেকে।
অশ্বিনকে এখন কোহালি ডাকছেন ‘লেজি’ বলে, যা ইংরেজি শব্দ ‘লেজেন্ড’-এর ছোট সংস্করণ। বৃহস্পতিবার ম্যাচের পর কোহালি বলেছেন, “ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিন যা করেছে তার জন্য উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানানো উচিত। আমাদের সবার গর্বিত হওয়া উচিত। আমি ওকে বলেছি যে এখন থেকে আমি ওকে ‘লেগে’ বলে ডাকব। ৪০০ উইকেট অসাধারণ কৃতিত্ব। এখনও অনেক বছর ভারতের হয়ে খেলবে ও।”
কোহালির সংযোজন, “টেস্ট ক্রিকেটে অশ্বিন আধুনিক যুগের কিংবদন্তি। ওকে দলে পেয়ে আমরা ভাগ্যবান। ওর দক্ষতা এবং যে ভাবে সেগুলো কাজে লাগায় আর ম্যাচের মাঝপথে ঝটকা দেয় তা অবাক করার মতো। অধিনায়ক হিসেবে আমি গর্বিত যে ও আমার দলে খেলে।”