India

এরকম পাগলের মতো টেস্ট ম্যাচ আগে দেখিনি: বিরাট কোহালি

মোতেরায় তৃতীয় টেস্টে জয় পেলেও এরকম টেস্ট ম্যাচ আগে দেখেননি বলে জানালেন বিরাট কোহালি। ম্যাচের পর তিনি বলেন, ‘‘মাত্র দু দিনেই শেষ হয়ে গেল খেলা। এমন অদ্ভুত ম্যাচ আমি আগে দেখিনি।''

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪২
Share:

ছবি টুইটার

মোতেরায় তৃতীয় টেস্টে জয় পেলেও এরকম টেস্ট ম্যাচ আগে দেখেননি বলে জানালেন বিরাট কোহালি। ম্যাচের পর তিনি বলেন, ‘‘মাত্র দু দিনেই শেষ হয়ে গেল খেলা। এমন অদ্ভুত ম্যাচ আমি আগে দেখিনি। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত আমায় বলছিল বল করার সুযোগই পেল না ও।’’

Advertisement

দল জিতলেও মিডিল অর্ডারের খেলায় খুশি নন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘১০০ রানে ৩ উইকেট পড়েছিল। সেখান থেকে ১৫০ রানের মধ্যেই সব উইকেট পড়ে গেল। কিছু বল ঘুরছিল। তবে প্রথম ইনিংসে এটা ভাল ব্যাটিং উইকেট ছিল। ৩০ টা উইকেটের মধ্যে ২১ টা উইকেট সোজা বলে পরাও আশ্চর্যের আমার কাছে।’’

তরুণ অক্ষর প্যাটেলের প্রশংসা করেন বিরাট। তিনি বলেন, ‘‘জাডেজা চোট পাওয়ায় অনেকে স্বস্তি পেয়েছিলেন। কিন্তু আমাদের দলে অক্ষর আছে। ও কিছুটা উঁচু থেকে জোরে বল করে। গুজরাট থেকে এত বাঁ হাতি স্পিনার কেন তৈরি হয় আমার জানা নেই। ওর বলে আপনি সুইপও মারতে পারবেন না আর ডিফেন্সও করতে পারবেন না। উইকেটের সাহায্য পেলে ও ভয়ঙ্কর হয়ে ওঠে।’’

Advertisement

তবে শুধু অক্ষর নয় ভারত অধিনায়ক প্রশংসা করেন রবিচন্দ্রন অশ্বিনেরও। তিনি বলেন, ‘‘আমাদের একবার উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানানো উচিত অশ্বিনকে। ও এই যুগের কিংবদন্তি। অধিনায়ক হিসেবে ও আমার দলে থাকায় আমি তৃপ্ত। কটা দিন বিশ্রামের পর আমরা নতুনভাবে মাঠে নামব আরও কঠিন লড়াই জেতার উদ্দেশ্যে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement