India

কোন মন্ত্রে ঘুরে দাঁড়িয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ

দুই ইংরেজ ওপেনার জেশন রয় ও জনি বেয়ারস্টো তাঁর উপর যেন ঝাঁপিয়ে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ২০:৫১
Share:

দলকে সাফল্য এনে দেওয়ার পর সতীর্থদের মাঝে প্রসিদ্ধ কৃষ্ণ। ছবি - টুইটার

৮.১ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট। এর সঙ্গে আবার ১ ওভার মেডেন দিয়েছিলেন। তবে অভিষেক ম্যাচের শুরুটা মোটেও ভাল হয়নি। প্রথম ৩ ওভারে ৩৭ রান বিলিয়েছিলেন ২৫ বছরের প্রসিদ্ধ কৃষ্ণ। দুই ইংরেজ ওপেনার জেশন রয় ও জনি বেয়ারস্টো তাঁর উপর যেন ঝাঁপিয়ে পড়েন। তবে মাঝের ওভারে হাত বল তুলে নেওয়ার পরেই যেন বদলে গেলেন প্রসিদ্ধ। জেশন রয়কে ফিরিয়ে দলকে এনে দিয়েছিলেন প্রথম সাফল্য। বাকি ম্যাচে তাঁকে আর আটকে রাখা যায় নি।

Advertisement

কিন্তু কোন মন্ত্রে এমন সাফল্য পেলেন কৃষ্ণ? ম্যাচের শেষে তিনি বলেন, “নতুন বলে একেবারেই মেলে ধরতে পারছিলাম না। কিন্তু নিজের তিন ওভারের শেষে বুঝলাম ওদের বিরুদ্ধে ফুল লেন্থ বোলিং করে কোনও লাভ নেই। তারপর থেকেই গুড লেন্থ থেকে বল করা শুরু করলাম। বাকি কাজটা সাদা বল করেছে।”

চলতি বছর বিজয় হজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। তবে তাঁর এই উত্তরণের নেপথ্যে যে কলকাতা নাইট রাইডার্স রয়েছে সেটাও জানাতে ভুললেন না। বললেন, “আইপিএল অনেকটা সাহায্য করেছে এটা সত্যি কিন্তু একদিনের ক্রিকেটে সাফল্য পেলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। পিচ থেকে বাউন্স আদায় করে বোলিং করে একাধিক ম্যাচে সাফল্য পেলেও আমাকে লাইন-লেন্থের ব্যাপারে আরও সজাগ হতে হবে। তাই প্রতি ম্যাচের শেষে বিপক্ষের ভিডিয়ো দেখতে বুঝে যাই। এতে নিজের ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া যায়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement