রেকর্ড গড়েন অভিষেককারী। ছবি: রয়টার্স
শিখর ধওয়ন, বিরাট কোহলী, লোকেশ রাহুলরা ব্যাট হাতে ভারতকে ৩১৭ রানের সুরক্ষিত লক্ষ্যে পৌঁছে দিলেও, ইংরেজ ওপেনারদের দাপটে তাও যেন কম দেখাচ্ছিল একটা সময়। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত করেন প্রসিদ্ধ কৃষ্ণ। ফিরিয়ে দেন জেসন রয়কে। ইনিংস শেষে রেকর্ড গড়েন অভিষেককারী।
পুণেতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে জয় পায় ভারত। ৮.১ ওভারে প্রসিদ্ধ নেন ৪ উইকেট, ৫৪ রান দিয়ে। একদিনের ক্রিকেটে অভিষেককারী ভারতীয়দের মধ্যে যা রেকর্ড। প্রসিদ্ধ পর পর ২ ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রয় এবং বেন স্টোকসকে। ভারতকে জয়ের আশা দেখাতে শুরু করেন কলকাতা নাইট রাইডার্সের এই পেসার। পরে তুলে নেন স্যাম বিলিংসের উইকেট এবং টম কারেনের উইকেট নিয়ে তিনিই শেষ করেন ইংল্যান্ডের ইনিংস।
মঙ্গলবার ভারতের হয়ে অভিষেক ঘটে প্রসিদ্ধ এবং ক্রুণাল পাণ্ড্যর। ২৬ বলে পঞ্চাশ করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ড গড়েছিলেন ক্রুণাল। জোড়া অভিষেককারীর সাফল্য জয় এনে দেয় ভারতকে। নাইট শিবির চাইবে প্রসিদ্ধ তাঁর ছন্দ ধরে রাখুক আইপিএল-এও।