বিশ্বচ্যাম্পিয়নদের কেন পিছিয়ে রাখছেন ভন? ছবি: এএফপি
সাধারণত ভারতকে আক্রমণ করতেই দেখা যায় মাইকেল ভনকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীদের সম্পর্কে ভাল কিছু বলছেন তা যেন এক প্রকার ভাবাই যায় না। তবে তেমনই কিছু ঘটল একদিনের সিরিজ শুরুর আগে। ইংল্যান্ড নয়, ভারত ৩-০ ব্যবধানে এই সিরিজ জিতবে বলে মত ভনের।
বিশ্বচ্যাম্পিয়নদের কেন পিছিয়ে রাখছেন ভন? তাও জানিয়েছেন তিনি। টুইট করে তিনি লেখেন, ‘একদিনের সিরিজের ভবিষ্যদ্বাণী, ভারত জিতবে ৩-০, জো রুট, জফ্রা আর্চার নেই’। ইংল্যান্ডের প্রধান ২ অস্ত্র নেই এ বারের সিরিজে। সেই দিকেই ইঙ্গিত ভনের। ভারত যখন রোহিত শর্মা, শিখর ধওয়ন, কোহলীদের নিয়ে প্রস্তুত, ইংল্যান্ড তখন চোটের জন্য পাচ্ছে না রুট, আর্চারকে।
মঙ্গলবার থেকে শুরু ৩ ম্যাচের একদিনের সিরিজ। পুণেতে সেই লড়াই কে জিতবে তা সময় বলবে, কিন্তু ভন যে ইংল্যান্ডের ওপর ভরসা রাখতে পারছেন না তা প্রকাশ পেয়েছে তাঁর টুইটে। এর আগে বহু বার ভারতের হারের ভবিষ্যদ্বাণী করে বিপদে পড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এ বার কি তাই আগে ভাগেই ভারতকে জিতিয়ে রাখলেন তিনি?