টেস্ট সিরিজ জয় ৩-১ ব্যবধানে। টি২০ সিরিজের শেষ ম্যাচ জিতে সেখানেও জয়ের হাসি হেসেছেন বিরাট কোহলীরাই। পুণেতে এ বার ২ দল মুখোমুখি একদিনের সিরিজে। বিশ্বজয়ী মর্গ্যান বাহিনীর বিরুদ্ধে যশপ্রীত বুমরাদের ছাড়াই নামবে ভারত। দলে একাধিক নতুন মুখ। ভারতীয় দলে জায়গা পেতে জমে উঠেছে লড়াই। প্রথম একাদশে দেখা যাবে কাদের?
শিখর ধওয়ন: টি২০ সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি। তবে একদিনের সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হতেই পারে। শুরুতেই একজন বাঁহাতি ব্যাটসম্যান ভারতের জন্য লাভজনক হতে পারেন।
রোহিত শর্মা: বিশ্রামের পর ছন্দ পাচ্ছিলেন না টি২০ সিরিজে। শেষ ম্যাচে বিরাটের সঙ্গে জুটি বেঁধে বুঝিয়ে দিয়েছেন তিনিও তৈরি। একদিনের সিরিজেও তাঁকে সেই ছন্দেই দেখতে চাইবেন সমর্থকরা।
বিরাট কোহলী: পর পর দুটো সিরিজ জয়। একদিনের সিরিজে জিতে ষোলোকলা পূর্ণ করতে চাইবেন তিনি। তবে সমর্থকরা এখনও অপেক্ষায় কোহলীর ব্যাট থেকে শতরান দেখার। পুণেতেই কি সেটা আসবে ভারত অধিনায়কের ব্যাট থেকে?
ঋষভ পন্থ: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে তাঁর নজরকাড়া ব্যাটিং ৩ ধরনের ক্রিকেটেই ফিরিয়ে এনেছে তরুণ উইকেটরক্ষককে। পুণেতে একদিনের ক্রিকেটেও উইকেটের পিছনেও সম্ভবত তাঁকেই দেখা যেতে চলেছে।
শ্রেয়স আইয়ার: ভারতীয় দলের মিডল অর্ডারে বড় ভরসার জায়গা তিনি। শুরুর দিকে কোহলীরা ব্যর্থ হলেও সামলে দেওয়ার ক্ষমতা রাখেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
হার্দিক পাণ্ড্য: ব্যাটে বলে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। ৫ বোলারের দলে তিনি বাড়তি সুবিধা। একদিনের ক্রিকেটেও তাঁকে ছন্দে চাইবেন কোহলী।
ওয়াশিংটন সুন্দর: ভারতীয় দলে তিনি সুযোগ পাওয়ায় এখন ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়ে গিয়েছে ভারতের। বল হাতে যেমন উইকেট নেন, ব্যাট হাতেও বড় রান করার ক্ষমতা রাখেন তিনি।
শার্দূল ঠাকুর: সাদা বলের ক্রিকেটে পেসার হিসেবে তাঁর ওপর ভরসা রেখেছে দল। মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের অবর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনিই। দলের বাড়তি সুবিধা ব্যাট হাতেও কার্যকরী শার্দূল।
ভুবনেশ্বর কুমার: চোটের জন্য অনেকদিন দলের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চোট সারিয়ে ফিরে এসেছেন টি২০ সিরিজে। একদিনের সিরিজেও জায়গা দেওয়া হয়েছে তাঁকে। এখন দেখার শার্দূলদের সঙ্গে নিয়ে একদিনের সিরিজে তিনি দলকে জেতাতে পারেন কি না।
টি নটরাজন: ভারতীয় দলে বাঁহাতি পেসারের অভাব ঢেকে দিতে পারেন তিনি। দলে নটরাজন মানেই বাড়তি বৈচিত্র। টি২০ সিরিজে শুরু থেকে খেলতে পারেননি চোটের জন্য। শেষ ম্যাচে ৪ ওভার বলে ১ উইকেট পেয়েছিলেন। একদিনের সিরিজে ঘাতক হয়ে উঠতে পারবেন তিনি?
কুলদীপ যাদব: প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে কুল-চা জুটিকে। টি২০ সিরিজে পর পর ম্যাচে ব্যর্থ হন যুজবেন্দ্র চহাল। তাঁকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিল রাহুল চহারকে। একদিনের সিরিজেও হয়তো অপেক্ষাই করতে হবে চহালকে। বাঁহাতি স্পিনার কুলদীপকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেওয়া যেতেই পারে।