উইকেট নিয়ে অশ্বিনদের উচ্ছ্বাস। ছবি: বিসিসিআই-এর টুইটার থেকে
দিনের খেলা শেষ | ৫ ওভার | ভারত ২৪/১ | আর কোনও অঘটন ঘটেনি। রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা টিকে রইলেন ক্রিজে। শুক্রবার তাঁদের হাতেই থাকবে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে কিছুটা এগিয়ে রইল ভারতই।
৫ ওভার | ভারত ৪/১ | ইংল্যান্ড ২০৫ রানে শেষ হয়ে গেলেও যে লড়াই ছেড়ে দিতে রাজি নয়, তা বুঝিয়ে দিলেন অ্যান্ডারসন। শুরুতেই ফিরিয়ে দিলেন ওপেনার শুভমনকে। এখনও অবধি রান পাননি পূজারা। অন্য ওপেনার রোহিত অপরাজিত ৪ রানে।
উইকেট | আউট শুভমন। শুরুতেই ফিরলেন তরুণ ভারতীয় ওপেনার। অ্যান্ডারসনের বলে এলবিডবলু হলেন তিনি। কোনও রান না করেই আউট শুভমন। রিভিউ নিয়েছিলেন তিনি, তাতেও আউটের সিদ্ধান্তই বহাল থাকল।
শুরু ভারতের প্রথম ইনিংস।
৭৫.৫ ওভার | ইংল্যান্ড ২০৫/১০ | মোতেরায় ফের প্রথম দিনেই শেষ ইংল্যান্ডের ইনিংস। দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। অক্ষর পটেল নিলেন ৪ উইকেট। অশ্বিনের সংগ্রহ ৩ উইকেট। একটি উইকেট নিলেন সুন্দর। ৮ উইকেট নিলেন স্পিনাররা। বাকি ২ উইকেট নিলেন সিরাজ।
উইকেট | আউট লিচ। শেষ উইকেটটিও নিলেন অশ্বিন। ৫ উইকেট নেওয়া হল না অক্ষরের।
৭৪ ওভার | ইংল্যান্ড ২০৩/৯ | অশ্বিনের বলে চার মারলেন লিচ। ২০০ রান পার করল ইংল্যান্ড। তবে খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে না দুই ব্যাটসম্যানের কাউকেই।
৭১ ওভার | ইংল্যান্ড ১৮৯/৯ | শেষ সেশনে পর পর উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। হাতে মাত্র এক উইকেট। ২০০ রান পার করতে পারবে ইংল্যান্ড?
উইকেট | আউট বেস। ৪ উইকেট অক্ষরের ঝুলিতে। ৯ উইকেট হারাল ইংল্যান্ড। ৫ নম্বর উইকেট খোঁজে অক্ষর।
উইকেট | আউট লরেন্স। ক্রিজ থেকে বেরিয়ে এসে মারতে গিয়েছিলেন তিনি। অক্ষরের বল তাঁর ব্যাটে না লেগে পৌঁছে যায় পন্থের হাতে। স্টাম্প করতে ভুল করেননি তরুণ উইকেটরক্ষক।
উইকেট | আউট ফোকস। অশ্বিনের দ্বিতীয় উইকেট। রাহানের দুরন্ত ক্যাচে ফিরতে হল ইংরেজ উইকেটরক্ষককে।
উইকেট | আউট পোপ। জুটি ভাঙলেন অশ্বিন। ২৯ রানে আউট পোপ।
৬০ ওভার | ইংল্যান্ড ১৬৬/৫ | ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি দিলেন লরেন্স এবং পোপ। তাঁদের ব্যাটে ভর করে এগিয়ে চলেছে ইংল্যান্ডের রান। ভারতীয় স্পিনারদের এখনও ভাল ভাবেই সামলে দিয়েছেন ইংল্যান্ডের এই ২ ব্যাটসম্যান।
চা বিরতি | ৫৬ ওভার | ইংল্যান্ড ১৪৪/৫ | দ্বিতীয় সেশনে ভারত নিল ২ উইকেট। প্রথম ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন লরেন্স (১৫ রানে অপরাজিত) এবং পোপ (২১ রানে অপরাজিত)। প্রথম সেশনে ভারতীয় বোলারদের যে দাপট দেখা যাচ্ছিল, দ্বিতীয় সেশনে বিধ্বংসী স্টোকসদের দাপটে তা কিছুটা ম্লান। তবে ভারতীয় বোলাররা এখনও যে ইংরেজ ব্যাটসম্যানদের স্বচ্ছন্দে খেলতে দিচ্ছেন এমন নয়।
৫০ ওভার | ইংল্যান্ড ১৩০/৫ | বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুবিধা নিতে পারবে ইংল্যান্ড? স্টোকস আউট হয়ে ফিরতে নামলেন লরেন্স। অলি পোপের সঙ্গে রান বাড়ানোর চেষ্টায় তিনি। চা বিরতিতে যাওয়ার আগে আরও উইকেটের সন্ধানে ভারতীয় স্পিনাররা।
উইকেট | আউট স্টোকস। ভয়ঙ্কর হয়ে ওঠা ইংরেজ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন ওয়াশিংটন। ১২১ বলে ৫৫ রান করে আউট হলেন স্টোকস।
স্টোকস ৫১* | লড়াই চালিয়ে যাচ্ছেন স্টোকস। অক্ষর পটেলকে ৪ মেরে পঞ্চাশ করলেন তিনি।
৪০ ওভার | ইংল্যান্ড ১০১/৪ | মারমুখী হচ্ছেন স্টোকস। পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিতে চাইছেন তিনি। ভারতীয় স্পিনারদের ভেল্কিতে বেশ চাপে রয়েছে স্টোকস। সেই চাপ কাটানোর চেষ্টা করছেন বার বার। বল করলেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড দলে ফিরেছেন লরেন্স। একজন অতিরিক্ত ব্যাটসম্যান রয়েছে দলে। ৪ উইকেট হারানোর চাপ কাটিয়ে বড় রান কি তুলতে পারবেন স্টোকসরা?
৩৫ ওভার | ইংল্যান্ড ৮৮/৪ | মধ্যাহ্নভোজের পর ফিরে দুরন্ত সিরাজ। ৫ ওভারে ১ উইকেট নিয়ে দিলেন মাত্র ৮ রান।
উইকেট | আউট বেয়ারস্টো। সিরাজের বলে এলবিডবলু হলেন তিনি। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই উইকেট হারাল ইংল্যান্ড।
মধ্যাহ্নভোজ | ২৫ ওভার | ইংল্যান্ড ৭৪/৩ | প্রথম সেশনে এগিয়ে ভারত। ২ ওপেনার-সহ অধিনায়ককে হারিয়ে বেকায়দায় পড়েছিল ইংল্যান্ড। সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন স্টোকস (২৪ রানে অপরাজিত) এবং বেয়ারস্টো (২৮ রানে অপরাজিত)।
২০ ওভার | ইংল্যান্ড ৬৮/৩ | রানের গতি বাড়ালেন স্টোকস এবং বেয়ারস্টো। পর পর উইকেট হারিয়ে যে চাপ তৈরি হয়েছিল ইংল্যান্ড দলে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ক্রিজে থাকা ২ ইংরেজ ব্যাটসম্যান। বেয়ারস্টো এবং স্টোকস ২৩ রানে অপরাজিত।
১৫ ওভার | ইংল্যান্ড ৪৫/৩ | ওপেনারদের হারানোর ধাক্কা সামলে যখন ছন্দে ফেরার চেষ্টা করছিল ইংল্যান্ড শিবির, তখনই ফের ধাক্কা দিলেন সিরাজ। জো রুটের উইকেট তুলে নিলেন তিনি। ৯ বলে ৫ রান করে এলবিডবলু হলেন রুট। ক্রিজে রয়েছেন বেয়ারস্টো এবং বেন স্টোকস।
উইকেট | আউট রুট। ইংল্যান্ডের অধিনায়ককে ফেরালেন মহম্মদ সিরাজ। অক্ষরের ঘূর্ণিতে আচ্ছন্ন থাকা ইংল্যান্ড শিবিরকে এ বার ধাক্কা দিলেন সিরাজ। বুমরার বদলে সুযোগ পেয়েই উইকেট পেলেন ভারতীয় পেসার।
১০ ওভার | ইংল্যান্ড ২২/২ | ক্রিজে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের ২ পেসারকে কোনও ভাবে সামলে দিলেও ইংল্যান্ডের ২ ওপেনারকে হার মানতে হল অক্ষর পটেলের সামনে। ক্রলি এবং সিবলি, ২ জনকেই ফিরিয়ে দিয়েছেন তিনি। বড় রান তুলতে ইংল্যান্ড সমর্থকরা তাকিয়ে রুট এবং বেয়ারস্টোর দিকে।
উইকেট | আউট ক্রলি। স্পিনের বিরুদ্ধে যেন দিশেহারা মনে হল ইংল্যান্ডের ২ ওপেনারকেই। অক্ষরের বলে সিরাজের হাতে ক্যাচ তুলে দিলেন ক্রলি। ৩০ বলে ৯ রান করলেন তিনি।
উইকেট | আউট সিবলি। দিনের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পেলেন অক্ষর। বোল্ড করলেন সিবলিকে। বলের স্পিন বুঝতেই পারলেন না ইংল্যান্ড ওপেনার।
৫ ওভার | ইংল্যান্ড ১০/০ | ভারতের ২ পেসার এখনও অবধি উইকেট না পেলেও, চাপে রেখেছেন ইংল্যান্ডের ওপেনারদের। ২৪ বল খেলে ৪ করেছেন ক্রলি। অন্য ওপেনার ডোম সিবলি ৬ বলে ২ রান করে অপরাজিত।
২ ওভার | ইংল্যান্ড ৬/০ | প্রথম ওভার থেকেই উইকেটের জন্য ঝাঁপাচ্ছে ভারত। ইশান্তের বল জ্যাক ক্রলির পায়ে লাগে। আউটের আবেদন করেন কোহালিরা। আম্পায়ার নাকচ করে দিলে রিভিউ নেয় ভারত। দেখা যায় বল উইকেটে লাগত না।
শুরু ইংল্যান্ডের প্রথম ইনিংস।
যশপ্রীত বুমরা যে খেলবেন না তা আগেই জানিয়ে দেওয়া হয়ে ছিল। চতুর্থ টেস্টে টসের সময় বিরাট কোহালি জানিয়ে দিলেন, তাঁর বদলে প্রথম একাদশে জায়গা করে নিলেন মহম্মদ সিরাজ। সিরিজের শেষ টেস্টে টসে জিতলেন জো রুট। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ইংল্যান্ড দলেও বদল। স্টুয়ার্ট ব্রড এবং জফ্রা আর্চারের বদলে শেষ টেস্টে দলে এলেন ড্যান লরেন্স এবং ডোম বেস। অধিনায়ক হিসেবে ৫০তম টেস্ট খেলতে নামছেন রুট। কোহালির সামনে সুযোগ রয়েছে এই টেস্ট জিতে ভারতের মাটিতে টেস্টে সফলতম অধিনায়ক হয়ে ওঠার।
এই টেস্ট ভারতের কাছে শুধু সিরিজ জয়ের লড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথও। ইংল্যান্ড সেই পথে বাধা হয়ে ওঠে কি না সেই দিকেই থাকবে নজর।