ICC World Test Championship

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে? লড়াই শুরু, জানাল আইসিসি

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৫:১৬
Share:

লড়ছেন কোহালি এবং রুট, জিততে পারেন পেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টের লড়াই যেন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই যুদ্ধ গোটা ক্রিকেট বিশ্বের। বুধবার আইসিসি-র টুইটারে দেখা যায় ক্রিকেট নয়, বক্সিং রিংয়ে বিরাট কোহালি এবং জো রুট। ইংরেজ অধিনায়কের পাশে দাঁড়িয়ে টিম পেন।

Advertisement

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা। তাঁদের মুখোমুখি হবে কোন দেশ? ভারত যদি মোতেরায় ড্র করে বা জিতে যায়, তা হলে বিরাট কোহালিরাই নামবেন লর্ডসে ফাইনাল খেলতে। তবে ইংল্যান্ড যদি জিতে যায়, তবে সুযোগ আসবে অস্ট্রেলিয়ার। সেই জন্যই দেখা যাচ্ছে রুটের পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহিত করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেন। বক্সিং রিংয়ে যখন লড়াইয়ে নামছেন বিরাট, রুট, দর্শক হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

এমনই মজার এক ছবি তুলে ধরল আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে পারদ চড়ছে। সেখানে কোহালিরা খেলবেন কি না, তা নির্ভর করছে সিরিজের চতুর্থ টেস্টের ওপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement