ধোনির পাশে বসেছেন, ভাবতেই পারছেন না বিরাট কোহালি

সিরিজের শেষ টেস্টে টস জেতেন জো রুট। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৩:০৩
Share:

ধোনির গড়া কীর্তি ছুঁলেন বিরাট।

এত দিন ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন, তা যেন ভাবতেই পারছেন বিরাট কোহালি। মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে টেস্ট ক্রিকেটের ব্যাটন এসেছিল কোহালির হাতে। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মাইলফলক ছুঁলেন কোহালি।

Advertisement

মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত অধিনায়ক হিসেবে ৬০তম টেস্ট খেলতে নামলেন কোহালি। বসলেন ধোনির সঙ্গে এক আসনে। টসের সময় বিরাট বলেন, “এত দিন ধরে ভারত নেতৃত্ব দিচ্ছি, ভাবতেই পারছি না। টেস্টে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের দলে অনেক ভাল ভাল ক্রিকেটার আছে। অধিনায়ক হিসেবে এরা আমার নজর কেড়েছে।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট নিয়ে কোহালি বলেন, ‘‘টস জিতলে আমরাও ব্যাট করতাম। দলগত ভাবে মোকাবিলা করতে হবে বিপক্ষের। নিজেদের সেরাটা দিতে হবে। ইংল্যান্ড এমন একটা দল, যারা যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে।”

Advertisement

সিরিজের শেষ টেস্টে টস জেতেন জো রুট। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। শুরুতেই ২ ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন অক্ষর পটেল। রুটকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ইংল্যান্ডের স্কোর ৭৪/৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement