ছবি টুইটার
ভারতের কাছে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে লজ্জাজনক হারের কারণ খুঁজে পেয়েছেন জো রুট। ইংরেজ অধিনায়ক স্বীকার করে নেন তাঁদের আরও এক স্পিনার বেশি খেলানো উচিত ছিল এই পিচে। মঙ্গলবার ম্যাচের পর রুট বলেন, ‘‘তিন বিভাগেই ভারত আমাদের টেক্কা দিয়েছে।’’ এর পাশাপাশি ভারতীয় দলকে কৃতিত্ব দিয়ে রুট বলেন, ‘‘এই ম্যাচ আমাদের জন্য শিক্ষা। ব্যাটসম্যানদের জানা উচিত, এই পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হয়। বোলারদের বোঝা উচিত কীভাবে ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়ান যায়। ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চাপ আরও বাড়ানো উচিত ছিল আমাদের।’’
দ্বিতীয় দিন থেকেই এই পিচে ব্যাট করা কঠিন হয়ে গিয়েছিল, তা মেনে নিয়েও রুট বলেন, ‘‘ইনিংস তৈরি করার ক্ষেত্রে আরও মনোযোগী হওয়া উচিত ছিল আমাদের। আমরা প্রথম ম্যাচে যেভাবে খেলেছি, পরের দুটি টেস্টেও সেভাবে খেলতে চাই। এরপর দিনরাতের টেস্টও খুব কঠিন হবে।’’
দ্বিতীয় ইনিংসে মইন আলি ও স্টুয়ার্ট ব্রড জুটির ৩৮ রানের ইনিংসই সর্বোচ্চ। মইনের করা ১৮ বলে ৪৩ রানই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। প্রথম ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন বেন ফোকস। ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। রুট বলেন, ‘‘প্রত্যেক বলেই মইন নিজের খেলার উন্নতি করেছে। আমরা জানি ও কতটা ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারে। ফোকস প্রথম ইনিংসে ভাল খেলেছে। এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিকও আমরা দেখেছি। আমাদের খুব দ্রুত শিখতে হবে।’’
ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা না থাকায় সমস্যায় পড়েছে দল, এটাও মেনে নেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমরা দ্রুত শিখছি। আমদাবাদে পরিস্থিতি কিছুটা আলাদা হবে। আমরা এর আগে মাত্র দুটি গোলাপি বলের ম্যাচ খেলেছি। ওখানে খেলতে আমরা মুখিয়ে আছি।’’