রোহিতের সুরে সুর মেলালেন রুট।
রোহিত শর্মার সুরেই দিন রাতের টেস্টের আগে চিপকের পিচ নিয়ে সমালোচনা মানতে নারাজ জো রুট। ঘরের মাঠের সুবিধা নেওয়ার অধিকার সকলেরই আছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে গেলেই পিচ নিয়ে এমন সমস্যার মুখে পড়তে হয়। টেস্ট ক্রিকেটে এমন জটিলতার সামনে মাঝে মধ্যেই পড়তে হয়। সেই কারণেই টেস্ট ক্রিকেট এত অসাধারণ। খেলতে গেলে সমস্ত দক্ষতাই থাকতে হবে।’’
আগের ম্যাচে পিচ খুব ভাল ছিল এটা যেমন বলব না, তেমনই এটাও বলছি না আমরা জিততে পারতাম। মনে হয় না টসই সবটা ঠিক করে দিয়েছিল। আমাদের যদি এক নম্বর হতে হয় তবে আমাদের এই সমস্ত পরিবেশেই ভাল খেলতে হবে।’’
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকেই বল ঘুরতে থাকায় বিতর্ক শুরু হয়। রবিবার এই বিতর্কের জবাব দিতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘‘ ঘরের মাঠে ঘরের দল যদি কিছুটা সুবিধা নিতে গেলে এই কথা হয় তবে আইসিসিকে বলুন ঘরের মাঠে খেলার নিয়ম তুলে দিক। সেই অনুযায়ী ভারতে এবং ভারতের বাইরে পিচ তৈরি হবে।’’