ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে বুমরা? ছবি: টুইটার থেকে
ভারতীয় দলে একাধিক ক্রিকেটার চোট চিন্তা বাড়িয়েছে বোর্ডের। তাই ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরতাজা রাখার চিন্তা ঘুরছে বিসিসিআই-এর মাথায়। সেই পরিকল্পনা অনুযায়ী যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে।
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। পরের টেস্ট মোতেরাতে গোলাপি বলের খেলায় তরতাজা বুমরাকে চায় দল। সেই জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বিরাট কোহালি, রবি শাস্ত্রীরাই। অস্ট্রেলিয়া সিরিজে প্রায় পুরোটাই খেলেছেন বুমরা। অন্য পেসাররা চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁকে বিশ্রাম দেওয়া যায়নি। এ বার তাই বুমরাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। সামনে টি২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।
দলে আসতে পারেন সূর্যকুমার যাদব। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলে চলা সূর্যকুমারকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার জন্য দাবি উঠছিল বহু দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সুযোগ পেতে পারেন তিনি। ঋষভ পন্থ ফর্মে ফিরে এসেছেন। ফলে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যেতে পারে তাঁকে। উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব নিতে রয়েছেন লোকেশ রাহুলও। এমন অবস্থায় সঞ্জু স্যামসন নন, সূর্যকুমারই হয়ে উঠতে পারেন ভারতীয় দলের পছন্দ।
দাবি উঠছে সীমিত ওভারের ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনকেও ফিরিয়ে আনার। লাল বলের ক্রিকেটে তাঁর নজর কাড়া সাফল্য কি দেখা যেতে পারে সাদা বলের ক্রিকেটেও?