india

নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়লেন কোহালি, রোহিত, রুটরা

চললো ঘণ্টা খানেকের ফিজিক্যাল ট্রেনিং। মঙ্গলবার থেকে দিনে অন্তত তিনবার নেট সেশন করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৩
Share:

অনুশীলনে নেমে পড়লেন অশ্বিন, ঋষভ। ফাইল চিত্র।

ছয় দিনের কোয়রান্টিন পর্ব শেষ হতেই সোমবার অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহালিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে এটাই ছিল মাঠে নেমে ভারতীয় দলের প্রথম অনুশীলন। দলের সবার আরটি-পিসিআর কোভিড রিপোর্ট নেগেটিভ। সোমবার বিকেলে চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গা ঘামালেন চেতেশ্বর পূজারা, রোহিত শর্মারা। চললো ঘণ্টা খানেকের ফিজিক্যাল ট্রেনিং। মঙ্গলবার থেকে দিনে অন্তত তিনবার নেট সেশন করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

Advertisement

তবে শুধু ভারত নয়, জো রুটের ইংল্যান্ডও পুরো দল নিয়ে মাঠে নেমে পড়ল। ইংল্যান্ডের সব ক্রিকেটারদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ। এদিন চেপাউল কলেজের মাঠে অনুশীলন করলেন তাঁরা। দুটো দলই তাদের শেষ টেস্ট সিরিজে দাপট দেখিয়ে জয় পেয়েছে। তাই আসন্ন বাইশগজের যুদ্ধের আঁচ নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এখন অতীত। এবার লক্ষ্য ইংল্যান্ড বধ। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই হাই ভোল্টেজ সিরিজের প্রথম টেস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement