India vs England 2021

১৪০.২ ওভারে জয়ী কোহালিরা! ১৯৩৫ সালের পর সব থেকে কম সময়ে শেষ হওয়া ম্যাচ

আগের রেকর্ড ছিল ১৯৪৬ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৭
Share:

ম্যাচের পর রুটকে সান্ত্বনা কোহালির। ছবি টুইটার

দুই দিনের মধ্যে মোতেরায় দিন-রাতের টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত। ১৯৩৫ সালের পর থেকে আর কোনও টেস্ট ম্যাচ এত কম সময়ে মীমাংসা হয়নি।

Advertisement

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে মোট ১৪০.২ ওভারে খেলা শেষ হয়ে যায়। ১৯৩৫ সালের পর থেকে এটাই সবথেকে কম ওভারে শেষ হওয়া টেস্ট ম্যাচ। আগের রেকর্ড ছিল ১৯৪৬ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ। সেটি শেষ হতে ৫ ওভার বেশি লেগেছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংস ও ১০৩ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল।

মোতেরা টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪৮.৪ ওভারে ১১২ রানে শেষ হয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে ৫৩.২ ওভারে ১৪৫ রান তোলে। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০.৪ ওভারে ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের জেতার জন্য দরকার ছিল ৪৯ রান। রোহিত শর্মা এবং শুভমন গিল ৭.৪ ওভারে সেই রান তুলে নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement